শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রেমিট্যান্স কমবে ২২ শতাংশ, সারা বিশ্বে ২০ শতাংশ: বিশ্বব্যাংক

লিহান লিমা: [২] বুধবার ওয়াশিংটন থেকে প্রকাশিত অভিবাসন ও উন্নয়ন নিয়ে বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে ‘কেভিড-১৯-এর আয়নায় অভিবাসন’ এ দেশ ও অঞ্চলভিত্তিক ২০২০ সালের রেমিট্যান্সের চিত্র নিয়ে পর্যালোচনা করা হয়। ব্লুমবার্গ, ইকোনমিক টাইমস

[৩]প্রতিবেদনে বলা হয়, বিদেশ থেকে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে শ্রমিকদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ২০১৯ সালে ৫৫৪ বিলিয়নের চেয়ে ২০ শতাংশ কমে ৪৪৫ বিলিয়নে এসে ঠেকবে। বিশ্বব্যাংক এই নিম্নমুখীতাকে ২০০৯ সালের অর্থনৈতিক সংকটের সময়কার ৫ শতাংশ রেমিট্যান্স প্রবাহ নিমজ্জনের সঙ্গে তুলনা করেন।

[৪]বিশ্ব ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, বাংলাদেশে ২০২০ সালে রেমিট্যান্স আসতে পারে ১৪ বিলিয়ন ডলার, যা ২০১৯ সালে ছিল ১৮.৩ বিলিয়ন ডলার। ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায় ১৪০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এ বছর তা কমে ১০৯ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।

[৫]মহামারী ও তেলের দামের দরপতনের কারনে ইউরোপ ও মধ্য এশিয়ায় রেমিট্যান্স ২৮ শতাংশ কমে যাবে। সাব সাহারা আফ্রিকায় ২৩ শতাংশ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ১৯ শতাংশ, ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়ান অঞ্চলে ১৯ শতাংশ ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩ শতাংশ কমবে। দক্ষিণ এশিয়ায় এই হার ২২ শতাংশ। গত বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর রেমিট্যান্স ছিলো ১২২.৪ বিলিয়ন ডলার। এ অঞ্চলে তিন শীর্ষ রেমিট্যান্স আহরনকারী দেশছিলো ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। ২০২০ সালে ভারত ও পাকিস্তানের রেমিট্যান্স প্রবাহ ২৩ শতাংশ কমবে।

[৬]বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশের মতো নিন্ম ও মধ্য আয়ের দেশগুলোতে রেমিট্যান্সই আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। করোনাভাইরাসের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিশ্বজুড়ে অভিবাসন ও কর্মসংস্থান কমে যাবে, শ্রমিকদের মজুরির ওপর প্রভাব পড়বে, অভিবাসীদের স্বাস্থ্যবীমা সংকুচিত হবে ও উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠির দুর্ভোগ বাড়বে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, এ প্রেক্ষিতে বিশ্বব্যাংক রেমিট্যান্স পাঠানোর ব্যয় কমাতে উদ্যোগ গ্রহণ করবে। কোভিড-৯ মোকাবেলায় বিশ্বের সরকারগুলোকে অভিবাসীদের ও পদক্ষেপের আওতায় আনার সুপারিশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়