শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও ২৬ চিকিৎসক করোনায় আক্রান্ত, জানালেন ডা. নিরুপম দাশ

মহসীন কবির : [১] দেশে আরও ২৬ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরামের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। চ্যানেল২৪

[২] এ পর্যন্ত মোট ২৩১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন দুই জন। একজনের মৃত্যু হয়েছে। আর তিন জন চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৬৫ জনের বেশি। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।

[৩] বিডিএফ'র তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮৪ চিকিৎসক। ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত হয়েছেন ১৯ জন ও চট্টগ্রাম বিভাগে ৭ জন। এছাড়া রংপুরে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ৭ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন একজন। নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা এর বাইরে।

[৪] এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ১২০ জনের। মৃত ১০ জনের মধ্যে ৭ জনই ঢাকার। এছাড়া ৫৫ জেলায় রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩,০৯৬টি নমুনা পরীক্ষায় ৩৯০ জন শনাক্ত হয়েছে। নতুন ৫ জনসহ মোট ৯২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ হাজার ৭৭২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়