শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগর উথলীতে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু, ৫ বাড়ি লকডাউন

জামাল হোসেন খোকন, জীবননগর প্রতিনিধি : [২] চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে করোনাভাইরাস উপসর্গ নিয়ে সাবিনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।

[৩] বুধবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিবেশীদের পাঁচটি বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

[৪] মৃত সাবিনা খাতুন (৪৫) উপজেলার উথলী ইউনিয়নের উথলী বাজার পাড়ার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

[৫] নিহতের মেয়ে রানু খাতুন জানায়, কয়েক দিন ধরে ঠান্ডা, কাশি, জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছিলেন তার মা। বুধবার সন্ধ্যা থেকে অবস্থার আরো অবনতি ঘটে। রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

[৬] জীবননগর উপজেলা প্রসারনের নির্দেশনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বুধবার রাতেই নিহতের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

[৭] এ ব্যাপারে উথলী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূ সাবিনা খাতুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ রাতেই তার পরিবারের সদস্যসহ নিহতের সংস্পর্শে আসা প্রতিবেশীদের নমুনা সংগ্রহ করেন। এ ঘটনায় নিহতের বাড়ীসহ প্রতিবেশীদের পাঁচটি বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

[৮] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.জুলিয়েট পারউন বলেন, নিহত সাবিনা খাতুন সর্দি,কাশি,জ্বর ও পায়খানার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় গ্রামবাসীর মধ্যে করোনা সন্দেহ হওয়ায় গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে নিহতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবে পাঠানো হয়েছে। পরিক্ষার রিপোর্ট পাওয়ার পরই আসল রহস্য জানা যাবে। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়