শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে ফের বাড়ছে করোনার প্রকোপ, একদিনে শনাক্ত অর্ধলক্ষ রোগী

পূর্ব পশ্চিম : [২] বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ১১৩, করোনা আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২৬ লাখ ৬ হাজার ৬৩২। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮৭২ জন রোগী, মৃতের সংখ্যা ৪ হাজার ৬৫৪ জন। গত কয়েকদিনের তুলনায় ফের একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লো।

[৩] বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত ১২টায় করোনা মহামারির আন্তর্জতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারে আক্রান্ত ও মৃতের এ পরিসংখ্যান পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়েছে আক্রান্তদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেছেন ৭ লাখ ১৩ হাজার ৮০২ জন। চিকিৎসাধীন রয়েছে ১৭ লাখ ১০ হাজার ৭১৭ জন। এদের মধ্যে সঙ্কটাপন্ন রোগীর সংখ্যা ৫৬ হাজার ৬৬৮ জন।

[৪] বিশ্বে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ২৯ হাজার ৩৯১ জন, মৃতের সংখ্যা ৪৬ হাজার ১৪৯ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টা নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৪৮ জন, মৃত্যু হয়েছে ৮৩১ জনের।

[৫] আক্রান্তের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানে মোট ২ লাখ ৮ হাজার ৩৮৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৭১৭ জনের। তবে মৃত্যুর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে স্পেন, ২৪ ঘণ্টা মারা ৪৩৫ জন। প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্তের তৃতীয় স্থানে রয়েছে ইতালি। সেখানে মোট ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৫ হাজার ৮৫ জন। গত ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে ৪৩৫ জনের।

ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৫০ জন, মারা গেছে ২১ হাজার ৩৪০ জন। জার্মানিতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৪০১ জন, মৃতের সংখ্যা পাঁচ হাজার ১৬৫ জন।

[৬] যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৩৩ হাজার ৪৯৫ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ১০০জন।

[৭] প্রতিবেশী দেশ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭১ জন, এর মধ্যে মারা গেছে ৬৫২ জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৬ জন, মৃত্যু হয়েছে ২১২ জনের।

[৮] বাংলাদেশে সরকারি হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৩৯০ জন লোকের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৭৭২ জনে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়