শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মীয়ের বাসায় যেতে ‘জরুরি ঔষধ’ কৌশল

ডেস্ক রিপোর্ট : [২] গন্তব্য নারায়ণগঞ্জ থেকে রাজধানীর এক আত্মীয়ের বাসা। অথচ গাড়ির সামনে বাঁধা লাল কাপড়ে লেখা- ‘জরুরি ঔষধ সরবরাহ’। সন্দেহ হওয়ায় গাড়ি থামিয়ে আরোহীর সঙ্গে কথা বলেন র‌্যাব সদস্যরা। কথায় কথায় বেরিয়ে আসে, ওষুধ তো দূরের কথা, জরুরি কোনো পণ্য সরবরাহের সঙ্গেও সম্পর্ক নেই তার। রাজধানীর গাবতলীতে এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে এসেছেন!

[৩] গতকাল বুধবার পুরান ঢাকার চানখাঁরপুলে র‌্যাবের হাতে ধরা পড়েন শাহজালাল নামে এক ব্যক্তি। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাঁচ ঘণ্টার এ অভিযানে অযথা বাইরে বের হওয়ায় মোট ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় তিনটি গাড়ি।

[৪] র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুরান ঢাকার চানখাঁরপুল ও শাঁখারিবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। দুঃখের বিষয় হলো, এত প্রচারের পরও মানুষ সচেতন হচ্ছে না। যারা জরুরি কোনো প্রয়োজনে বের হচ্ছেন, তাদের কথা আলাদা। কিন্তু প্রচুর মানুষ কোনো কারণ ছাড়াই অযথা বাইরে বের হচ্ছেন। এমন ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।

[৫] ম্যাজিস্ট্রেট জানান, জরুরি সেবার জন্য ছাড় দেওয়া আছে বলে কিছু মানুষ সেই সুবিধার অপব্যবহার করছেন। যানবাহনে ভুয়া স্টিকার লাগিয়ে চলাফেরা করছেন। ঢাকায় বাইরে থেকে কোনো যান ঢোকার কথা নয়। অথচ নারায়ণগঞ্জের মতো অত্যধিক ঝুঁকিপূর্ণ এলাকা থেকেও যানবাহন আসছে। এমন তিনটি গাড়ি এক মাসের জন্য জব্দ করা হয়েছে। র‌্যাব ১০-এর সহযোগিতায় বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়