শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনার পূর্বধলায় করোনায় দুই ডাক্তার শনাক্ত

হাবিবুর রহমান : [২] স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমেই দুই ডাক্তার করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলার সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে।

[৩] গত ২০ এপ্রিল তিনজন ডাক্তার সহ মোট ৮ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ধ্রুব সাহা রায় ও ডা. মো. আজহারুল ইসলামের শরীবর করোনা ধরা পরে। বর্তমানে তাদেরকে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর্স কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে। তারা পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।

[৪] এ পর্যন্ত পূর্বধলায় ৪২ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের মধ্যো শুধুমাত্র দুইজন ডাক্তার ছাড়া আর কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। এতে ধারণা করা হচ্ছে উপজেলায় নিরব ঘাতকের বিচরণ রয়েছে।

[৫] উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মাহমুদা আকতার জানান আক্রান্ত ডাক্তার দুইজন হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। সম্ভবত অজ্ঞাত করোনা রোগীর সংস্পর্শে সংক্রমিত থাকতে পারেন। আজ আরো ২০ জন ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়