শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় গণমাধ্যমের খবর, করোনা মোকাবেলায় বাংলাদেশে চিকিৎসক সেনা দল পাঠাবে ভারত, নাকচ করলেন পররাষ্ট্রমন্ত্রী

সালেহ্ বিপ্লব :  টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ,  পিটিআইসহ বেশ কিছু গণমাধ্যম লিখেছে, বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় র‌্যাপিড রেসপন্স টিম গঠন করছে ভারত। ভুটান, শ্রীলংকা ও আফগানিস্তানেও টিম পাঠাবে দেশটি। মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সাহায্যের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব দল পাঠানো হবে।

[২] গত ১৫ মার্চ সার্কের বৈঠকে ভিডিও কনফারেন্সে করোনা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড-১৯ মোকাবেলায় সার্কভূক্ত দেশগুলোর জন্য জরুরি তহবিল গঠন করারও প্রস্তাব দেন মোদি।

[৩] ইতিমধ্যে ১৪ সদস্যের একটি দলকে মালদ্বীপে পাঠানো হয়েছে। তারা স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে। পাশাপাশি করোনাভাইরাস পরীক্ষায় ল্যাবরেটরি বসাতে সহযোগিতা করবে। এর আগে দল গেছে কুয়েতে।

[৪]  কিন্তু আপাতত এই সাহায্য প্রয়োজন নেই বলে মনে করছে বাংলাদেশ, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একটি জাতীয় ইংরেজি দৈনিকের বরাত দিয়ে সময় টিভি অনলাইন জানায়, তিনি বলেছেন, এই ধরণের কোনো সাহায্যের দরকার আমাদের নেই। বরং বাংলাদেশ বিভিন্ন দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে কু‌য়ে‌তে বাং‌লাদেশ সেনাবা‌হিনী টিম পা‌ঠি‌য়ে‌ছে।

[৫] ভারতীয় সংবাদ মাধ্য‌মে প্রকা‌শিত খব‌রের প্র‌তি‌ক্রিয়ায় ‌তি‌নি আরো ব‌লেন, বাংলা‌দেশ মালদ্বীপ, ভুটান এবং চী‌নের প্র‌তি সাহা‌য্যের হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে।

[৬] করোনাভাইরাসের প্রাদুর্ভাবেবো বাংলা‌দে‌শে ভারতীয় সেনা দল পাঠানোর পরিকল্পনা সম্পর্কে দেশ‌টি আনুষ্ঠা‌নিকভা‌বে কিছু জানায়নি ব‌লে বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়ে‌ছে। তারপ‌রেও ভারতীয় জাতীয় সংবাদ সংস্থা খবর‌টি প্রকাশ করায় বিষ‌টি‌কে গুরু‌ত্বে স‌ঙ্গেই দেখ‌ছে কূট‌নৈ‌তিক মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়