শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচি উপজেলাকে লকডাউন ঘোষণা

রেজাউল করিম .সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] করোনা ভাইরাস (কেভিড-১৯) সংক্রমন রোধে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাকে লকডাউনের ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনা (ভুমি) ও ভারপাপ্ত নির্বাহী কর্মকতা মোহাম্মদ রহমতুল্লাহ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

[৩] জানাযায়, সিরাজগঞ্জ জেলায় প্রথম বেলকুচিতে করোনা রোগী সনাক্ত হয়। এরপরও এই উপজেলার মানুষের অবাধে চলাচল রোধ হয়নি। তাই মানুষকে ঘরমুখী করতে ও করোনা ভাইরাস সংক্রামিত না হয় এমন পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন।

[৪] এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লা এই প্রতিবেদককে জানান, সাম্প্রতিক সময়ে বেলকুচিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত ও বহিরাগত মানুষদের প্রতিহত করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যাতে এই রোগ বেশি বিস্তার না করতে পারে। বিশেষ করে যারা বাহির থেকে আগমন করেছেন। তাদের দারা এই ভাইরাস সংক্রামিত হতে পারে। তাই আজকের বৈঠকে সকলের সন্মতিক্রমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে লকডাউন কার্যকর করা হবে। এসময় আমি এই উপজেলার মানুষকে বিনা কারণে বাহিরে আসা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করছি। এই লকডাউন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া এই লগডাউনে প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবী কমিটি ঘঠন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়