শিরোনাম
◈ পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য! গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা নাকি প্রাকৃতিক ঘটনা? ◈ পরিবেশ ও নদী রক্ষা করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বিমানবাহিনী, ডিসেম্বরেই শেষ হবে নির্মাণকাজ ◈ ১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী ◈ দেশেই ড্রোন ও অস্ত্র উৎপাদন: প্রতিষ্ঠা হচ্ছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন ◈ মিশরে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু, কী আছে সেখানে ◈ যে কারণে সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট, কারণ জানাল ডিএমপি ◈ ‘নৌকা’ উপহার নিয়ে বিপাকে উপদেষ্টা, কী করবেন জানতে চাইলেন ফেসবুকে ◈ বিশ্ব ইজতেমা নির্বাচনের আগে হচ্ছে না: ধর্ম উপদেষ্টা ◈ বিএনপি-জামায়াত টানাপোড়েনে বিব্রত সরকার, উদ্যোগ নিয়েছে সমঝোতার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচি উপজেলাকে লকডাউন ঘোষণা

রেজাউল করিম .সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] করোনা ভাইরাস (কেভিড-১৯) সংক্রমন রোধে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাকে লকডাউনের ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনা (ভুমি) ও ভারপাপ্ত নির্বাহী কর্মকতা মোহাম্মদ রহমতুল্লাহ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

[৩] জানাযায়, সিরাজগঞ্জ জেলায় প্রথম বেলকুচিতে করোনা রোগী সনাক্ত হয়। এরপরও এই উপজেলার মানুষের অবাধে চলাচল রোধ হয়নি। তাই মানুষকে ঘরমুখী করতে ও করোনা ভাইরাস সংক্রামিত না হয় এমন পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন।

[৪] এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লা এই প্রতিবেদককে জানান, সাম্প্রতিক সময়ে বেলকুচিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত ও বহিরাগত মানুষদের প্রতিহত করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যাতে এই রোগ বেশি বিস্তার না করতে পারে। বিশেষ করে যারা বাহির থেকে আগমন করেছেন। তাদের দারা এই ভাইরাস সংক্রামিত হতে পারে। তাই আজকের বৈঠকে সকলের সন্মতিক্রমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে লকডাউন কার্যকর করা হবে। এসময় আমি এই উপজেলার মানুষকে বিনা কারণে বাহিরে আসা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করছি। এই লকডাউন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া এই লগডাউনে প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবী কমিটি ঘঠন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়