শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা নির্ণয়ে র‌্যাপিড টেস্ট কিট স্থগিত করলো ভারত

মুসা আহমেদ: [২] করোনাভাইরাস নির্ণয়ে চীনের দেয়া র‍্যাপিড টেস্ট কিটের মান নিয়ে শঙ্কা জাগায় এর ব্যবহার স্থগিত করছে ভারত। দেশটির বিভিন্ন প্রদেশ থেকে এর ফলাফল নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। টাইমস অব ইন্ডিয়া

[৩] মঙ্গলবার আইসিএমআর’র সিনিয়র বিজ্ঞানী ডাক্তার রমন গঙ্গাভেদকার জানান, র‌্যাপিড কিট ও পিসিআরে করোনা পজেটিভ পরীক্ষা করলে ভিন্নতা পাওয়া গেছে। যার পরিসর ৬ শতাংশ থেকে ৭১ শতাংশ। এ সময় আগামী দুই দিনের জন্য কিট ব্যবহার বন্ধ রাখার কথা জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।অবশ্য নির্দেশিকা জারির আগে থেকেই এই পরীক্ষা বন্ধ রেখেছে রাজস্থান।

[৪] টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, প্রমথ পর্যায়ে ভারতকে ৩ লাখ টেস্টি কিট পাঠিয়েছে চীন। দেশটি থেকে মোট সাড়ে ৬ লাখ কিট পাঠানোর কথা রয়েছে। এর আগে রাজস্থান, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে অভিযোগ তুলেছিল।

[৫] রাজ্যগুলোর দাবি, ওই টেস্ট কিটগুলোর রোগনির্ণয়ের ক্ষমতা অত্যন্ত কম। শতাংশের হিসাবে তা মাত্র ৫.৪। এর পরেই র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট আগামী দু’দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আইসিএমআর। কিটগুলো নিয়ে তদন্ত করবে বলেও জানায় সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়