শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজধানীতে আনসার আল-ইসলামের সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : [২] পুরান ঢাকার কোতয়ালীর কোর্ট হাউজ স্ট্রীট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি বিভাগের একটি টিম।

[৩] গ্রেপ্তারকৃতের নাম মুহাম্মদ আব্দুল্লাহ আল আমির ওরফে আজমির। তার কাছ থেকে একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

[৪] ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি আবু আশরাফ সিদ্দিকী সিটিটিসির বরাত দিয়ে জানান, মুহাম্মদ আব্দুল্লাহ আল আমিরকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয়। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আনসার আল ইসলাম, গাজওয়াতুল হিন্দ সমর্থনকারী বিভিন্ন আইডির সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। সে তার ফেইসবুক আইডি ‘মুজাহিদ ইন লোন উলফ’ ও টেলিগ্রাম আইডি ‘জিহাদী সৈনিক’ এর মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন গ্রুপ ও চ্যানেলে যুক্ত হয়ে নিয়মিত এ সকল বিষয়ে প্রচার প্রচারনা চালাতো।

[৫] তিনি বলেন, গ্রেপ্তার মুহাম্মদ আব্দুল্লাহ আল আমির তার ফেইসবুক ও টেলিগ্রাম আইডি দিয়ে আনসার আল ইসলাম সমর্থিত বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রচারিত গাজওয়াতুল হিন্দ ও কাশ্মিরের মুসলমানদের উপর অমুসলিমদের কথিত অত্যাচারের প্রতিবাদে সক্রিয়ভাবে কথিত জিহাদে অংশগ্রহণের জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে বিভিন্ন আইডির সাথে কাশ্মিরে যাওয়ার বিষয়ে আলাপ আলোচনা করে ও প্রস্তুতি গ্রহণ করে। সে ইতিমধ্যে কথিত জিহাদের উদ্দেশ্যে ভারতের কাশ্মিওে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করেছে। এছাড়াও পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা সংগ্রহের চেস্টা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

[৬] গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়