শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরুরি সেবার ব্যানারে অযথা ঘোরাফেরা: ১৪ জনকে জরিমানা ও তিনটি গাড়ি জব্দ

আব্দুল্লাহ মামুন: [২] বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকার চাঁনখারপুল ও বকশীবাজার এলাকায় র‌্যাব-১০ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

[৩] তিনি বলেন, কোনও প্রয়োজন ছাড়া বের হওয়াকে আড়াল করার জন্য কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে ভুয়া ব্যানার/স্টিকার লাগিয়ে বের হয়েছেন। অভিযানের সময় একটি প্রাইভেট জব্দ করা হয়েছে। গাড়িটির সামনে ‘জরুরি ঔষধ সরবরাহ’ব্যানার লাগানো ছিল। পরবর্তীতে দেখা যায়, ওই গাড়ির সঙ্গে ঔষধ উৎপাদন, বিপণন বা বিক্রয়ের কোনও সম্পর্ক নেই অথচ জরুরি ঔষধ সরবরাহের নামে ব্যানারটি লাগানো হয়েছে।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রাইভেটকারটির চালক লকডাউন পরিস্থিতির মধ্যে ভুয়া ব্যানার লাগিয়ে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। যেতে চাইছিলেন গাবতলী। নারায়ণগঞ্জ থেকে ফ্লাইওভারে উঠে নামেন চাঁনখারপুলে। নেমেই আমাদের সামনে পড়েন। জরুরি ওষুধ সরবরাহের কোনও কাগজ দেখাতে না পারায় ও অপরাধ স্বীকার করায় ২০ হাজার টাকা জরিমানা এবং গাড়িটি এক মাসের জন্য জব্দ করা হয়েছে।

[৫] তিনি আরও জানান, অহেতুক ঘোরাফেরা এবং গাড়ি নিয়ে বের হওয়ায় ঢাকায় ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা এবং মোট তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়