শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অকারণে ঘোরা-ফেরা করায়; ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সুজন কৈরী : [২] করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

[৩] মানুষ যাতে অহেতুক বাইরে না বের হন এজন্য বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

[৪] অভিযানকালে রমনা বিভাগের ধানমন্ডি এলাকার ৫ জনকে ১ হাজার ৬০০, হাজারীবাগ এলাকার ৪জন মোটরসাইকেল চালককে ১ হাজার ৩০০ টাকা ও শাহবাগ এলাকার একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।

[৫] মতিঝিল বিভাগের রামপুরা এলাকার ৩ জনসহ ১৭টি মুদি দোকানীকে ২৩ হাজার ৫০০ টাকা, মুগদা এলাকার ৪ জনসহ ২টি মোটরসাইকেল চালককে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

[৬] লালবাগ বিভাগের কোতয়ালী এলাকার ১ ব্যক্তিসহ ২ জন মোটরসাইকেল চালককে ১৬ হাজার ৫০০ টাকা, সূত্রাপুর এলাকার ৭ জনকে ২ হাজার ৭০০ টাকা ও চকবাজার এলাকার ৪ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

[৭] ওয়ারী বিভাগের ৩টি মুদি দোকানি ও ১টি মেশিনারী দোকানদারকে ২ হাজার ৪০০ টাকা ও গেন্ডারিয়া এলাকার ৩ জন মোটর সাইকেল চালক ও ১টি ফলের দোকানকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

[৮] মিরপুর বিভাগের মিরপুর এলাকার ৩ জন মোটর সাইকেল চালককে ৯০০ টাকা, তেজগাঁও বিভাগের হাতিরঝিল এলাকায় ৭ জনকে ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

[৯] উত্তরা বিভাগের উত্তরা পূর্ব এলাকার ২টি ক্যাভার্ড ভ্যানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

[১০] মোট ৩২ জনকে ও ১৪টি মোটরযানের বিরুদ্ধে ৫৮ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

[১১] করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ডিএমপি নগরবাসীকে অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়