শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় করোনা আক্রান্ত যুবক বাড়িতেই সুস্থ আছেন

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : [২] মহামারি করোনার জীবাণু শরীরে বহন করলেও এখনও বেশ সুস্থ আছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া গ্রামের সেই তরুণ পোশাককর্মী।

[৩] বুধবার দুপুরেও বেশ প্রাণবন্ত দেখা গেছে তাকে। ওই তরুণের প্রতিবেশী উল্লাপাড়ার বন্যাকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক মাসুদ রানা এ তথ্য জানান।

[৪] উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি আসেন ওই তরুণ। পরে তার নমুনা সংগ্রহ করে মঙ্গলবার পরীক্ষার পর পজেটিভ হওয়ায় তাকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ শক্তিশালী হওয়ায় সুস্থ আছেন তিনি। তার পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।

[৫] রাজশাহী বিভাগীয় করোনা শনাক্তকরণ বিশেষজ্ঞ দলের প্রধান ডা. লিয়াকত আলীর নেতৃত্বে একটি দলের শনিবার উল্লাপাড়ার কাজিপাড়া গ্রামে আসার কথা। তখন দ্বিতীয় দফা ওই রোগীর নমুনা পরীক্ষা করা হবে।

[৬] উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, জেলা স্বাস্থ্য বিভাগ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে কাজিপাড়া গ্রামসহ পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। রাতেই ওই রোগীর বাড়ি ও তার স্বজনদের বাড়িতে লাল পতাকা টানিয়ে চিহ্নিত করা হয়েছে।

[৭] সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর ৩৪টি নমুনা পরীক্ষার ফল এসেছে। উল্লাপাড়ার পোশাক কর্মীর নমুনা পজেটিভ এবং বাকিগুলোর নেগেটিভ এসেছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৮২টি নমুনা পরীক্ষা করে দুথটি পজেটিভ পাওয়া গেছে। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়