শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে সরকারী বরাদ্দকৃত জিআর চাল বিতরণের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

[৩] করোনা ভাইরাসের কারণে ক্রমেই দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সংকট বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকে এলাকাবাসীর পাশে দাঁড়াচ্ছেন। আবার ত্রাণ দেয়ার নামে ভিন্ন চিত্রও দেখা যাচ্ছে। ‘দরিদ্রদের জন্য ত্রাণ’ বলা হলেও তা কেবল ফটোসেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ত্রাণ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে ১০-নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলামের বিরুদ্ধে।

[৪] সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, সারাদেশে মহামারি করোনা ভাইরাসের কারণে সরকারী তহবিল থেকে সয়দাবাদ ইউনিয়নে ১৭ মেঃ টঃ জিআর চাউল বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দকৃত চাউলগুলো চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম সঠিকভাবে বিতরণ না করায় অভিযোগ করেছে নিম্ন আয়ের মানুষও ইউপি সদস্যরা।

[৫] বুধবার (২২ এপ্রিল) সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মহামারি করোনা ভাইরাসের কারণে আমরা কর্মহীন হয়ে পড়েছি। কিন্তু বরাদ্দকৃত কোন কিছুই আমাদেরকে দেয়নি চেয়ারম্যান ও মেম্বারেরা।

[৬] সয়দাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজ মন্ডল জানান, সরকারী বরাদ্দকৃত জিআর চালের বিরতণের বিষয়ে চেয়ারম্যান কোনো কমিটি বা মেম্বারদের সাথে স্বন্ময় না করে নিজ ইচ্ছায় কোথায় কি পরিমাণ বিতরণ করেছে সেই ব্যাপারে আমার জানা নেই।

[৭] তিনি আরো জানান, ৯নং ওয়ার্ডের জন্য ১০ কেজি চাউলের ১৯০টি, ১নং ওয়ার্ডের জন্য কোন প্রকার বরাদ্দ নেই, ২নং ওয়ার্ডে ৫০টি, ৩নং ওয়ার্ডে ৭০টি, ৪নং ওয়ার্ডে ২৫০টি, ৫নং ওয়ার্ডে ৩০টি, ৬নং ওয়ার্ডে ৩০টি, ৭নং ওয়ার্ডে ৫০টি, ৮নং ওয়ার্ডে ৪০টি এবং চেয়ারম্যানের নামে ৩০০টি স্লিপ বরাদ্দ রয়েছে। এতে মোট ১ হাজার ১০টি স্লিপ পুরো ইউনিয়নে বরাদ্দ ছিলো।

[৮] এ বিষয়ে ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ইতি রাণী ঘোষ জানান, সরকারী তহবিলের বরাদ্দকৃত জিআর চাউল আমিসহ বাকি দুই সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য কোন বরাদ্দ পায়নি।

[৯] সয়দাবাদ ইউনিয়নের (সচিব) আসলাম উদ্দিন বলেন, সরকারী বরাদ্দকৃত চাউলের হিসাব আমার জানা নেই। সম্পুর্ণ চেয়ারম্যান জানে।
১০নং সয়দাবদা ইউনিয়নের চেয়ারম্যার মোঃ নবীদুল ইসলাম জানান, ইউপি সদস্যের নিটক থেকে নামের তালিকা নেয়া হয়েছে। ইউনিয়ন থেকে তাদের বরাদ্দ দেয়া হচ্ছে। তবে তাদের সাথে নিয়ে ত্রাণ বিতরণ করা হবে এমন কোন নিয়ম নাই বলে তিনি জানান।

[১০] এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার জানান, এই বিষয়ে আমার জানা নেই। তবে চেয়ারম্যান এই ধরণের ঘটনা ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়