শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে ইন্টারনেট প্রোভাইডাররাও বিপাকে

রাশিদ রিয়াজ : করোনাভাইরাসের কারণে লকডাউনে যারা আছেন তাদের এখন ইন্টারনেট সংযোগ অন্যতম সঙ্গী হয়ে আছে। কিন্তু ব্রডব্যান্ড সংযোগ রক্ষা করা বা এক্ষেত্রে নতুন সংযোগ ও সংযোগ মেরামতের কাজ করতে যেয়ে এ খাতে কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন।

যারা ইন্টারনেট সংযোগ নিয়েছেন তাদের অনেকে গ্রামের বাড়িতে চলে গেছেন। তাদের কাছ থেকে ইন্টারনেট বিল বাকি পড়ে আছে। একই সঙ্গে যারা রয়ে গেছেন ঢাকায় তাদের কাজ বন্ধ থাকায় এবং বেতন বকেয়া পড়ায় বিল পরিশোধ করতে পারছেন না।

মিরপুর ৩ নম্বর সেকশনে ভিনটেজ নেটওয়ার্কের সোহেল রানা জানান, প্রতিমাসের মাঝামাঝি নেট গ্রাহকদের কাছ থেকে আমাদের ৭০ থেকে ৮০ শতাংশ বিল আদায় হয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমাদের পক্ষে অর্ধেক বিল আদায় করা সম্ভব হয়নি। অনেক গ্রাহজ বাড়িতেই নাই।

সোহেল জানান, এ অবস্থা চলতে থাকলে ইন্টারনেট নেটওয়ার্ক চালু রাখাই দায় হয়ে পড়বে। এছাড়া আমাদের কর্মীরা এখন সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের নেটওয়ার্কের মেরামত ও সংযোগ কাজ জরুরি ভিত্তিতে চালু রেখেছে। অনেক এলাকায় দুপুরের পর আর মেরামতের কাজ করতে দেয়া হচ্ছে না। করোনাভীতির কারণে এক ধরনের আতঙ্ক মানুষের মনে বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়