শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রাদুর্ভাবে ৯৯৯ এ মোট কলের সংখ্যা ২ লাখ ১৬ হাজার [২] ত্রাণ চেয়ে ২৪ ঘণ্টায় কল ছিল ৬৮৪ টি

সুজন কৈরী : [৩] বুধবার পুলিশ পরিচালিত ৯৯৯ কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সময়ে কলের পরিমাণ ছিল ৩০ থেকে ৩১ হাজার। কিন্তু করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে অনেক বেড়েছে। ১৮ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবায় মোট কল করা হয়েছে ১৩ লাখ ৬১ হাজার ৮৭২টি। এর মধ্যে করোনা সংক্রান্ত কল ছিল ২ লাখ ১৬ হাজার ৫৫১টি।

[৪] ৯৯৯ এর পরিদর্শক মো. আনোয়ার সাত্তার বলেন, এসব কলের মধ্যে ৩০ হাজার ৭১৯ জন কলারকে বিভিন্ন সার্ভিস দেয়া হয়েছে। যাকে আমরা কল ফর সার্ভিস (সিএফএস) বলি। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে এসব সার্ভিস দেয়া হয়েছে। এসব কলের মধ্যে করোনা সংক্রান্ত কল ছিল হাজার ৮ হাজার ৪৫২টি। এছাড়া করোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য চেয়ে কল এসেছে ২ লাখ ৮ হাজার ৯৯টি। এটাকে আমরা করোরা রিলেটেড ইনকোয়ারী কল বলি। গত ১৮ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সব মিলিয়ে করোনা সংক্রান্ত মোট ২ লাখ ১৬ হাজার ৫৫১টি কল পাওয়া গেছে।

[৫] তিনি আরো বলেন, কল পাওয়ার পর আমরা সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া হয়েছে। এছাড়া মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ত্রাণ সহায়তা চেয়ে কল এসছে ৬৮৪টি। কলগুলো সংশ্লিষ্ট থানার ওসি, জেলার এসপি ও ইউএনওদের কাছে ট্রান্সফার করা হয়। তারা যাচাই-বাছাই করে ত্রাণ সহায়তা দিচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে ৩৩৩ নম্বরেও কল ট্রন্সফার করা হচ্ছে।

[৬] পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, যেহেতু আগে ত্রাণের সহায়তা চেয়ে কল না আসায় বিষয়টি নথিভুক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবার থেকে এ কলগুলোর রেকর্ড রাখা হচ্ছে। এছাড়া এই সময়ের মধ্যে আগুনের ঘটনা বা অ্যম্বুলেন্স সেবা চেয়েও অনেক কিছু কল এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়