শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার তীব্র নিন্দা ও প্রত্যাহারের আহ্বান জানালো আর্টিকেল নাইনটিন

সাইদ রিপন : [২] ত্রাণ বিতরণের চাল উদ্ধারের পর প্রকাশিত সংবাদের জের ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় এ উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। এ মামলা বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপ না নিতে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা প্রতিবাদ জানায়।

[৩] সংস্থাটির বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলোর অপব্যবহার করে যেভাবে সাংবাদিক ও মতপ্রকাশকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে, এই মামলা সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন। এমন একটি সময়ে এ মামলা করা হলো যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ত্রাণ বিতরণে অনিয়ম ও আত্মৎসাতের খবর সাংবাদিকরা তুলে আনছেন। আর এসব সংবাদের ভিত্তিতেই প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম বন্ধে তৎপর হচ্ছে। সেই দিক থেকে এই মামলাটি তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকে বর্তমানে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিল।

[৪] এর আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে গত ১৭ এপ্রিল বালিয়াডাঙ্গি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় এই মামলাটি করেন। মামলায় তৌফিক ইমরোজ খালিদী ও মহিউদ্দিন সরকার ছাড়াও শাওন আমিন ও রহিম শুভ নামের আরও দুইজনকে আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়