শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরসরাইয়ে ৬হাজার দরিদ্র পরিবারের সাহায্যে হাত বাড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

নুরুল আলম, মিরসরাই প্রতিনিধি : [২] বুধবার দুপুরের দিকে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিরসরাই পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ শুরু করেন তাঁর মেঝ ছেলে প্রযুক্তি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

[৩] এসময় রুহেল জানান, এর আগে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

[৪] এরপর আগামী ১৫ রমযানে ৬ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে। ঈদে আরো ৬ হাজার পরিবারকে এর আওতায় আনা হবে।

[৫] উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ৫৪ ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ শুরু হয়।

[৬] এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সমু, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূ্ইঁয়া, বারইয়াহাট পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন ও মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

[৭] মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘এ দফায় মাননীয় এমপি মহোদয় তাঁর ব্যক্তিগত তরফ থেকে ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সমন্বয়ের দায়িত্ব দিয়েছি। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়