শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় সামনের সারির যোদ্ধা ডাক্তারদের জন্য মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ ‘ডক্টরস সেফটি চেম্বার’

মাহমুদুল আলম : [২] নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ‘ডাক্তার নিরাপদ থাক, রোগীরা সব সেবা পাক’- এই শ্লোগানকে সামনে রেখে নানা গুরুত্বপূর্ণ কাজ করছেন। করোনা মোকাবেলায় করা এসব কাজের মধ্যে এবার তিনি নড়াইলে ডাক্তারদের সুরক্ষার্থে স্থাপন করেছেন ‘ডক্টরস সেফটি চেম্বার’।

[৩]বুধবার বিকেল থেকে এই চেম্বারে কাজ শুরু হয়েছে বলে নড়াইলের তরুণ আওয়ামী লীগনেতা সৌমেন বসুর বরাত দিয়ে সংবাদ প্রচার করেছে আরটিভি অনলাইন।তিনি জানান, সম্পূর্ণ কাঁচে ঘেরা এই চেম্বারের মধ্যে থেকে চিকিৎসক গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় করবেন এবং চেম্বারে স্থায়ীভাবে সংযুক্ত থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর গায়ের তাপমাত্রা মাপবেন। থার্মাল ডিটেক্টর স্থাপনের স্থানটি ছিদ্রযুক্ত, ফলে রোগীর হাঁচি-কাশি থেকে দায়িত্বরত চিকিৎসক সুরক্ষিত থাকবেন। থার্মাল ডিটেক্টরে কোন রোগীর গায়ের তাপমাত্রা করোনা উপসর্গের সাথে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে।

[৪] এ নিয়ে নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা জানান, আমাদের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা শুরু থেকেই বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। আজ ডক্টরস চেম্বার স্থাপন করেছেন। যা এরমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব কাজ উনাকে নিঃসন্দেহে আলাদা করছে। এই চেম্বার স্থাপনের মাধ্যমে ডাক্তাররা যেমন সুরক্ষিত থাকবে, রোগীরাও নির্ভয়ে স্বাস্থ্য সেবা পাবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়