শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বালানির বাজারে অস্থিরতা, ধস নেমেছে মার্কিন পুঁজিবাজারে

রাজু আলাউদ্দিন : [২] শূন্যের নিচে নামার পর আবারো স্থিতিশীল হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের বাজার। তবে এখনো আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২০ ডলারের নিচে। জ্বালানির বাজারের এমন অস্থিরতায় ধস নেমেছে মার্কিন পুঁজিবাজারে।

[৩] যুক্তরাষ্ট্রে ২০০১ সালে নাইন ইলেভেনে সন্ত্রাসী হামলার পর জ্বালানি তেলের দাম সর্বনিম্ন ব্যারেল প্রতি ১৮ ডলারে নেমেছিল। এরপর কোভিড নাইনটিনের ভয়াবহতায় আবারও বিশ্বের জ্বালানির বাজারে ভয়াবহ ধস। মঙ্গলবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তো ব্যারেল প্রতি শূন্যের নিচে নেমেছিল। এরপর বুধবার তা বেড়েছে ১ ডলারে।

[৪] এদিকে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমেছে ব্যারেল প্রতি ১৮ ডলারে। লকডাউনের কারণে বিশ্বের জ্বালানির বাজারে এ ভয়াবহ ধস বলে জানা গেছে। জ্বালানির দরে স্থিতিশীলতা আনতে পদক্ষেপ নিতে যাচ্ছে জ্বালানি তেল রফতানিকারক ওপেক সদস্য দেশগুলো।

[৫] তাদরে সিদ্ধান্ত অনুযায়ী, চাহিদা কমায় আগামী ১ ‘ম’ থেকে দৈনিক ৯ কোটি ৭০ লাখ ব্যারেল জ্বালানির উত্তোলন কমাবে ওপেক। এদিকে জ্বালানির দরপতনে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও সূচকের পতন হয়েছে। গুরুত্বপূর্ণ সূচক ডও জনস, নাসডাক আর এস অ্যান্ড পি দর হারিয়েছে।

[৬] মজুতের মতো স্থান না থাকলেও উত্তোলন কমছে না জ্বালানির। এদিকে বিশ্বের প্রায় সব দেশে করোনাভাইরাসের কারণে যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হওয়ায় জ্বালানির চাহিদা একেবারেই কমে গেছে। এ কারণেই জ্বালানির বাজারে ধস নেমেছে। ২০২০ সালের শেষদিকে আবারো বাজার স্থিতিশীল হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়