শিরোনাম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রজ্ঞা তিওয়ারি বললেন, ভারতে মানুষ লকডাউনে ঘাস খেয়ে বাঁচবে, আর এটি লেখতে দেন না মোদী সরকার

দেবদুলাল মুন্না: [২] ভারতীয় সাংবাদিক প্রজ্ঞা তিওয়ারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল বুধবার বলেন, কয়েক দিন আগে উত্তর প্রদেশের বিজয় বিনীত নামের একজন সাংবাদিক এক প্রতিবেদনে লেখেছিলেন, অপরিকল্পিত লকডাউনের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকায় দলিত মুশাহার স¤প্রদায়ের কয়েকটি পরিবার ক্ষুধার জ্বালা সইতে না পেরে ঘাস সেদ্ধ করে খেয়েছে।এরপরই বিজয়কে প্রশাসনের লোকজন এসে সতর্ক করে বলেছেন, তার প্রতিবেদন জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।বেশি বাড়াবাড়ি করলে বিনীতকে জেলে ঢুকানো হবে।

[৩] উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করার কারণে প্রতিষ্ঠানবিরোধী প্রকাশনা হিসেবে পরিচিত দ্য ওয়্যার’র সম্পাদক সিদ্ধার্থ ভরদ্বাজের বিরুদ্ধে মামলা হয়েছে।

[৪] ভারতের তিনটি রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, মহামারী সংক্রান্ত কোনো স্পর্শকাতর খবর বা তথ্য খবরের কাগজ ছাপতে চাইলে বা টেলিভিশন স্টেশন স¤প্রচার করতে চাইলে এ বিষয়ে আগে রাজ্য সরকারের ছাড়পত্র নিতে হবে। এই ব্যবস্থা দেশটির সবগুলো রাজ্যে চালু করার অনুমোদন চেয়ে স¤প্রতি কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায়। সুপ্রিম কোর্ট আবেদনটি মঞ্জুর করেননি, তবে আদালত সংবাদমাধ্যমগুলোকে সাবধান করে বলেছেন,মহামারীর খবর প্রচার করার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়