শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণমাধ্যমের কাজ হচ্ছে কোন ত্রুটি বিচ্যুতি হলে সেটা সরকারকে ধরিয়ে দেয়া : নাঈমুল ইসলাম খান

তিমির চক্রবর্ত্তী: [২] মঙ্গলবার রাতে যমুনা টেলিভিশনে 'কেমন আছে বাংলাদেশের স্বাস্থ্য' শিরোনামে টেলিফোন সংলাপে অংশ নিয়ে 'আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক বলেন, এই কোভিড ১৯ রোগটার তিনটা বৈশিষ্ট্য আছে, এটা একসাথে মাথায় রাখতে হবে।

[৪] প্রথমত: এটা আমাদের কাছে একেবারেই অচেনা একটা শত্রু। এই শত্রুর একটা অদ্ভুত চরিত্র আছে। এটা রূপ বদলায় এবং চায়না থেকে এসেছে নানান রূপে। এই বহুরূপী চরিত্র এমন না যে একবার বদলে স্থির হয়, কয়েকবার রূপ বদলায়। আচরণটা কী হচ্ছে বা কীভাবে হচ্ছে বোঝার উপায় নেই। এরকম পরিস্থিতি পৃথিবীতে আর কখনো হয়নি। কিন্তু এখন মোটামুটি সময় গেছে, এর কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে।

[৫] দ্বিতীয়ত: এটা অদ্ভুত পরিস্থিতির তৈরি করেছে, তার বৈশিষ্ট্যের জন্য। আমেরিকার স্বনামধন্য সিটিসি'র প্রধান ডা: ফাউচি সিএনএনকে কয়েকদিন আগে বলেছেন, আমি নিজেও অবাক হয়ে যাই, এই ভাইরাসটা শনাক্ত হওয়ার পর  একজন বয়স্ক প্রিকন্ডিশন আছে এরকম লোক দিব্যি ভাল হয়ে যাচ্ছে, সিম্পটম দেখা যাচ্ছে না। আবার তরতাজা একজন যুবক সিম্পটম দেখার দুই তিন দিনের মধ্যেই মারা যাচ্ছে। এটা থেকে বাচাঁর জন্য অর্থনীতিকে অনেকখানি বন্ধ রাখতে হচ্ছে। অথচ সামাল দেয়ার জন্য অনেক বেশী অর্থের প্রয়োজন হচ্ছে। আর জনজীবন টিকিয়ে রাখার জন্য অনেক টাকা ঢালতে হবে।

[৬] তৃতীয়ত: ভাইরাসটা একসাথে পৃথিবীর ২০৫ টি দেশে ছড়িয়েছে, এর মতো মারাত্মক প্রাণঘাতী আগে কোন কিছুই আসেনি,  বিশ্ব যুদ্ধও আসেনি।  পুরো পৃথিবী জড়িয়ে গেছে, প্লেগ বলেন, মহামারি বলেন কোন না কোন অংশ ছিলো যুদ্ধ বা মহামারীর বাইরে। একটি দেশে আক্রান্ত হলে অন্য একটি দেশ সাহয্য করতে পারতো। কিন্তু এই ভাইরাসে কে কাকে সাহায্য করবে? সব দেশেরই একই অবস্থা।

[৭] মাস্ক নিয়ে অনিয়মের বিষয়ে তিনি বলেন, প্রথমেই মোকাবিলা করার কৌশলটা জানতে হবে। সব জিনিষের একটি ডিউ প্রসেস আছে। ডিউ প্রসেসকে আমলে না নেয়ে হইচই করা হচ্ছে। আমরা সারক্ষণ এন৯৫ নিয়ে কথা বলি, আমি নিশ্চিত করতে পারি বাংলাদেশে কোনও এন৯৫ ব্যান্ডের কোন কিছু আসা সম্ভব না। এটা তো আমেরিকার তৈরি। এখন একই স্ট্যাণ্ডার্ডের চাইনিজ, জাপানিজ, ইউরোপিয়ান মাস্ক আছে কিন্তু এগুলো নানান রকম। এগুলো এন ৯৫ মিসকেস। তবে বাংলাদেশের  পরিস্থিতি এখন অনেক স্থিতিশীল । এখন সিসটেমগুলি সুস্থির করতে পেরেছে।

[৮] তিনি আরও বলেন, কোথাও দুর্নীতি অনিয়ম হলে সেক্ষেত্রে রাষ্ট্র বা সরকারের উচিত সুষ্ঠু তদন্ত করে এটার ব্যবস্থা করা।

[৯] প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন, যে এই মহামারীর সময় কেউ যদি দুর্নীতির চেষ্টা করে তাকে ছাড় দেয়া হবে না। আমার বিশ্বাস এই সিগন্যাল সবাই পেয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়