শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার পাথরঘাটায় চাল চুরির অভিযোগে চেয়ারম্যান আ.লীগ থেকে বহিষ্কার!

অমল তালুকদার,পাথরঘাটা প্রতিনিধি : [২] সাড়ে ২৭ মেট্রিকটন চাউল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বরগুনার পাথরঘাটার সেই ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

[৩] পল্টু উপজেলার ৬নং কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মো. আলাউদ্দিন পল্টুকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করেছে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ।

[৪] মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তে ভাইরাল হয়ে যায়।

[৫] উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড.জাবির হোসেন বলেন, জেলেদের চাল আত্মসাতের অভিযোগে কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন পল্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ আগে থেকেই অত্যান্ত কঠোর অবস্থানে ছিলো। তারপরেও বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করে করা হয়েছে।

[৬] তিনি আরো বলেন, পল্টুকে আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তার প্রাথমিক সদস্য পদ থাকবে কি থাকবে না সেটি নিশ্চিত করবে কেন্দ্রীয় কমিটি।

[৭] গত ৪ এপ্রিল জেলেদের জন্য বরাদ্দকৃত সাড়ে ২৭ মেট্রিক টন চাউল আত্মসাতের অভিযোগে নৌবাহিনীর সহায়তায় কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টুকে গ্রেপ্তার করে বরগুনা ডিবি পুলিশ।

[৮] এ বিষয়ে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে কথা বলে তাঁরা এ অনিয়মের সত্যতা পেয়েছেন তদন্ত কমিটি।

[৯] তিনি আরো জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু তার ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত ৪৪ মেট্রিকটন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিকটন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছেন। বাকি সাড়ে ২৭ মেট্রিকটন যা ৯১৬ বস্তা চাল বিতরণের সঠিক প্রমাণ দেখাতে পারেননি। চাল আত্মসাতের এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীত দমন কমিশনে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়