শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চাঁপাইনবাবগঞ্জে কীটনাশক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

সাদমান মনির: [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আবুল কাশেম(৪৫) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

[৩] বুধবার সকালে উপজেলার আন্ধরাইল এলাকার একটি ধানক্ষেত থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৪] তবে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ ও আবুল কাশেমের পরিবার। এ ঘটনায় পুলিশ হাবিব আলী ও বকুল নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৃত কীটনাশক ব্যবসায়ী নাচোল সদর ইউপি’র আন্ধরাইল গ্রামের ফাইজুদ্দিনের ছেলে।

[৫] নাচোর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আবুল কাশেম বাড়ি থেকে বের হয়। এরপর রাতে সে আর বাসায় না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। সকালে ওই এলাকার একটি ধানক্ষেতে কাশেমের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয়রা।

[৬] পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

[৭] ওসি আরও জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। সুরতহাল রির্পোটে মৃত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। তবে ময়নাতদন্তের রির্পোট হাতে পেলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় ওসি। চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়