শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৭৮ হাজার

শাহনাজ বেগম : [২] যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ২ হাজার ৮ শ’ জনের মৃত্যুতে এ সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।

[৩] বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছাড়িয়ে পড়া করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৭১৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৬০ হাজার ৬৩ জন। বুধবার মার্কিন করোনা জরিপ সংস্থা জনস হপকিন্স বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৬ হাজার ২৩০ জন। ওয়ার্ল্ডোমিটার, সিএনএন

[৪] যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ৪৫ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছে ৮২ হাজার ৭৯৩ জন।

[৫] যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত অঙ্গরাজ্য নিউইয়র্কে এ সংখ্যা দেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের। নিউ জার্সিতে আক্রান্ত ৮৮ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৭ জনের। ম্যাসাচুসেটস ও মিশিগানে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক।

[৫] স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ১৭৮ জন। মারা গেছেন ২১ হাজার ২৮২ জন।

[৬] ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৬৪৮ জন।

[৭] ফ্রান্সে আক্রান্ত হেেছন ১ লাখ ৫৮ হাজার ৫০ জন। মারা গেছেন ২০হাজার ৭৯৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়