শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবান করোনা রোগীর সংস্পর্শে আসায় ইউএনও-ওসিসহ কোয়ারান্টাইনে ৭জন, বাজার লকডাউন

বান্দরবান প্রতিনিধি : [২] পার্বত্য জেলায় ৪জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে জেলা জুড়ে স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। প্রথম করোনা রোগী শনাক্ত হয় সীমান্ত উপজেলার নাইক্ষ্যংছড়িতে। থানছি সোনালী ব্যাংকের এক পুলিশ গার্ডসহ নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চারজন করোনা রোগী শনাক্ত হল।

[৩] এদিকে থানছি উপজেলায় দুজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর তাদের সংস্পর্শে আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ মোট ৭ জনকে হোম কোয়ারান্টাইনে নেয়া হয়েছে।

[৪] থানচির ইউএনও আরিফুল হক জানিয়েছেন, উপজেলার সদর ও বলিপাড়া বাজার লক ডাউন করা হয়েছে। দুপুরের মধ্যে থানা ভবন ও ব্যাংক লকডাউনের সিদ্ধান্ত নেয়া হবে।

[৫] সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিদের নমুনা চট্টগ্রামে পাঠানো হয়, ফলাফল পজিটিভ আসে। বর্তমানে এদের মধ্যে দুজন হাসপাতাল কোয়ারেন্টাইনে রয়েছেন এবং সদর হাসপাতালে থানছির আক্রান্তদের মধ‍্যে একজন চিকিৎসা নেয়ায় হাসপাতালের একটি অংশ লক ডাউন করা হচ্ছে সেই সাথে যেসব চিকিৎসক ও নার্স রোগীর সংস্পর্শে ছিল তাদের কোয়ারান্টাইনে নেয়া হচ্ছে।

[৬] স্বাস্থ্য বিভাগের তথ্যমতে,জেলায় এ পর্যন্ত ১৯৫ জন হোম কয়ারান্টাইনে ও ১০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়