শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে সরকারি চাল উদ্ধার, ডিলারসহ গ্রেপ্তার ২

মোহাম্মদ সোহেল, নোয়াখালী: [২] নোয়াখালীর সেনবাগ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল ও তিনটি খালি বস্তাসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] মঙ্গলবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

[৪] আটকৃতরা হলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ঈসমাইল হোসেন খাঁন।

[৫] এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা অসন্ত কুমার চাকমা বাদী হয়ে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেছেন।

[৬] সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার জানান, ডিলার মো. শাহজাহান সাজু ও ঈসমাইল হোসেন খাঁন পারস্পরিক যোগসাজসে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বাইরে বিক্রি করার অভিযোগ পেয়ে রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

[৭] এসময় নবীপুর ইউনিয়নের আটটি বাড়িতে বেশি দামে বিক্রি করা ১৫ বস্তা চাল ও সরকারি চালের তিনটি খালি বস্তা জব্দ করা হয়। এসব চাল নিয়ম অনুযায়ী হতদরিদ্র লোকজনের মাঝে ১০ টাকায় বিক্রি না করে বেশি দামে বাইরে বিক্রি করে তারা নিজেরা লাভবান হন।

[৮] এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে পাঠানো হয়।

[৯] থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, শাহজাহান সাজু ও ঈসমাইল হোসেনকে বুধবার সকালে আদালতে হাজির করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়