শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে সবজি চাষীদের মাথায় হাত, সরকারকে এগিয়ে আসার অনুরোধ

তাহেরুল আনাম শিপলু : [২] গত ১মাস পেরুলো লকডাউনের বয়স।উত্তরের জেলা দিনাজপুরের মানুষ চাল,লিচু ও সবজি আবাদ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে।বিত্তবান থেকে শুরু করে নিম্নআয়ের মানুষ সকলেই এখন কর্মহীন।আর এর প্রভাব পড়েছে কাচা সবজির বাজারে দিন দিন যেনো সবজির দাম কমেই চলেছে।দিনাজপুরের সবচেয়ে বড় সবজির বাজার বাহাদুর বাজরের পাইকারী দোকান ঘুরে দেখা গেল হায় হায় চিত্র টমেটো এক পাল্লা (৫কেজি)’র দাম ৮ থেকে ১০টাকা করলা প্রতিপাল্লা ২০ থেকে ২৫ টাকা। এতে করে সবজি চাষিদের মাথায় হাত। কথা হয় টমেটো চাষি আব্বাস আলীর সাথে, ছোট্র হাসি হেসে বললেন,আমি শেষ আগে ভ্যানে করে টমেটো আনতাম এখন সাইকেলে করে আনি কারণ টমেটো বিক্রি করে ভ্যান ভাড়া উঠেনা।আবাদে যে টাকা খরচ হইছে তার একভাগও উঠবেনা। অর্ধেক টাকা ঋণ নিয়ে আবাদ করছি সামনে কি হবে আল্লাহই জানে।জসিম (২২)বছরের ছেলে আবাদে এবারই প্রথম আশা ছিল লাভের অংশ দিয়ে এবার পরিবারে স্বচ্ছলতা আনবে বাবা অনেক কষ্ট করে সংসার চালায় তাই এই প্রচেষ্টা।এখন কি করব বলতে পারিনা।বাসায় সবজি বেচে যা টাকা হয় তা দিয়ে চাল, তেল কিনলেই পকেট খালি হয়ে যায়।সাহায্য সহযোগীতা এক দুই বার পেয়েছে তা দিয়ে কিছুই হয়না। এই সময় সরকার আমাদের দিকে এগিয়ে আসুক অনুরোধ করছি।

[৩] এদিকে খুচরা বাজারের অবস্থা একটু অন্য রকম সেখানে ৯টা থেকে ১২টা প্রয়ন্ত চলে লোকের সমাগম থাকে যা দোকানের তুলনায় অপ্রতুল।খুচরা বাজারে করলা বিক্রি হচ্ছে ২০টাকা কেজিতে,টমেটো বিক্রি হচ্ছে ১০টাকা কেজিতে এমতাবস্থায় খুচরা বিক্রেতারা একটু হলেও স্বস্তিতে আছে।তবে দাম বেড়েছে পিয়াজ,আদা ও রসুনের।পিয়াজ আগে যেখানে ৪০টাকা ছিল এখন ৫ থেকে ৬০টাকায় বিক্রি হচ্ছে।আদা ও রসুনে প্রতিকেজিতে অর্ধেক দাম বেড়েছে।এখন সবজি চাষিদের একটাই দাবি সরকার যেনো তাদের পাশে এখনি দাড়ায়,তানা হলে তারা সামনের বার আবাদের আগ্রহ হারিয়ে ফেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়