শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সরকারের ঘোষিত কৃষি ঋণ প্যাকেজ সবার আগে : কৃষি সচিব

সাইদ রিপন : [২] করোনা পরিস্থিতির এই মূহুর্তে ধানের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। সম্প্রতি কৃসি সচিব এক ফোনালাপে এ কথা বলেন।

[৩] তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে বোরো ধান ঘরে তুলতে কোন সমস্যা হবে না। তবে বোরো কাটতে কিছুটা সমস্যা হলে প্রত্যেক উপজেলা প্রশাসন কৃষকদের ধান কাটতে সার্বিকভাবে সহযোগিতা করবে।

[৪] সচিব বলেন, করোনার কারণে বোরো চাষিরা ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের দেশে বোরো ধানের আয়ুষ্ককাল প্রায় ১৪০ দিন। কিন্তু ১৪০ দিনের আগে করোনার প্রভাব শুরু হয়নি। তাই বোরো চাষিরা এ ক্ষতির আওতায় পড়বে না। এজন্য ধান চাষিদের ঋণের প্রয়োজন হবে না। এরপরও কোন কৃষক চাইলেই এ ঋণ নিতে পারবেন।

[৫] তিনি আরও বলেন, আমার মতে এ মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফিশারিজ ও পোল্ট্রি চাষিরা। সবার আগে তাদেরই এ ঋণের প্রয়োজন হবে। কারণ ফ্যাক্টোরির মতো তাদেরও রিপ্রোডাকশন করতে হয়।

[৬] সচিব জানান, করোনাকালে অনেক সবজি চাষি তাদের উৎপাদিত পণ্য সরবরাহ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বাইরেও আমাদের যারা উদ্যান ফসল এবং যে সমস্ত কৃষকরা উৎপাদিত ফসল বিশেষ করে সবজি, তরমুজসহ অন্যান্য ফসলের যারা দাম পাচ্ছে না তারা এ ঋণ নিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়