শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণপণ্য জব্দ ঘটনায় জড়িত জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হচ্ছেন

ডেস্ক রিপোর্ট : [২] হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ও ত্রাণ নিয়ে অনিয়ম চলছেই। চালসহ টিসিবির ছোলা, তেল আত্মসাৎ, কালোবাজারে বিক্রি ও অবৈধভাবে গুদামজাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও কয়েকজন জনপ্রতিনিধি, স্থানীয় রাজনীতিবিদ ও অসাধু ডিলার।

[৩] শেরপুরের ঝিনাইগাতীতে জিআর চালসহ এক নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরের বকশীগঞ্জে চাল জব্দের ঘটনায় কাউন্সিলরসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে চাল মজুদের মামলায় ডিলার ও ইউনিয়ন কৃষক লীগ সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গৌরীপুরে আরও ৬৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। টাঙ্গাইলে ধনবাড়ীতে টিসিবির ৪০ বস্তা ছোলা ও ২ লিটারের ৭২ বোতল সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। এ ছাড়া বরগুনার পাথরঘাটায় চাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বগুড়ার আদমদীঘিতে জব্দ করা হয়েছে ২১ বস্তা চাল।

[৪] ঝিনাইগাতীতে জিআর চালসহ মিনারা বেগম নামে এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ এসব চাল জব্দ করেন। এ সময় ২৭টি খালি বস্তাও জব্দ করা হয়। মিনারা উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি উপজেলার বাতিয়াগাঁও গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। ইউএনও রুবেল মাহমুদ বলেন, এ ঘটনায় আটক মিনারা বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলার প্রস্তুতি চলছে।

[৫] তবে অভিযোগ অস্বীকার করে মিনারা বেগম দাবি করেন, তিনি কিছু চাল বিতরণ করেছেন। অবশিষ্ট চাল তালিকা তৈরি করে বিতরণের জন্য রেখেছিলেন। প্রতিপক্ষের লোকজন সামাজিকভাবে হেয় ও সুনাম ক্ষুণ্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

[৬] বকশীগঞ্জে সোমবার সন্ধ্যায় বাট্টাজোড় নতুন বাজারে আনিছুর রহমান খরমের ঘর থেকে ৭২০ কেজি চাল জব্দ করে র‌্যাব। এ ঘটনায় বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবুল কালাম ও বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মুন্নাফ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। র‌্যাব ১৪-এর নায়েক সুবেদার আফতাফ হোসেন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় এ মামলা করেন। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্র্রাট জানান, মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতা ডা. মুন্নাফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

[৭] ধনবাড়ীতে টিসিবির ৪০ বস্তা ছোলা ও ৭২ বোতল সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। পৌর শহরের পুরান কাপড় হাটিতে পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানমের উপস্থিতিতে মজুদ করা টিসিবির এ মালামাল জব্দ করে থানাপুলিশ। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা জানান, এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার রাতেই মামলা হয়েছে।

[৮] ত্রিশালে অবৈধভাবে ১৬ বস্তা চাল মজুদের মামলায় ডিলার ও বইলর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে আদালত তাকে কারাগারে পাঠান। গত ২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বইলর ইউনিয়নের ডিলারের গোডাউন থেকে ওই চাল জব্দ করা হয়। ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন রায় জানান, ডিলার আবু খালেকের বিরুদ্ধে চাল কালোবাজারির অভিযোগে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

[৯] গৌরীপুরে ৫০ কেজির আরও ৬৭ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। সোমবার রাত ১১টায় এ উপজেলার ভুটিয়ারকোনা বাজারে মতি মার্কেটে চাল ব্যবসায়ী ফজলু মুন্সীর ঘর থেকে চালগুলো জব্দ করা হয়। এর আগে এদিন দুপুর ২টার দিকে এ বাজারের চাল ব্যবসায়ী আজহারুল ইসলামের ঘর থেকে ৫০ কেজির ২৫ বস্তা চাল জব্দ করে পুলিশ। গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, দুপুরের ঘটনায় মামলা হয়েছে। রাতে ৬৭ বস্তা চাল জব্দের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

[১০] পাথরঘাটায় জেলেদের জন্য বরাদ্দের সাড়ে ২৭ টন চাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টুকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন জানান, জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল সাড়ে ২৭ টন চাল আত্মসাতের অভিযোগে নৌবাহিনীর সহায়তায় চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে গ্রেপ্তার করে বরগুনা ডিবি পুলিশ। আমাদেরসময়

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়