শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্থিক ক্ষতি সামলাতে ক্যাম্প ন্যুর নাম স্বত্ব বিক্রি করতে চায় বার্সা

ডেস্ক রিপোর্ট : [২] ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হলো বার্সেলোনার ‘ক্যাম্প ন্যু’। ৯৯ হাজার আসন সম্বলিত এই স্টেডিয়াম ১৯৫৭ সালে প্রথম উদ্বোধন করা হয়। সে থেকে এই পর্যন্ত কখনো স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হয়নি। তবে করোনার কারণে এই মুহূর্তে ঋণের ভারে জর্জরিত লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তাই আর্থিক ক্ষতি সামলাতে প্রথমবারের মতো বিক্রি করতে যাচ্ছে স্টেডিয়ামের টাইটেল স্বত্বও।

[৩] এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, আগামী ১ বছরের জন্য স্টেডিয়ামটির টাইটেল স্বত্ব বিক্রি করে দিচ্ছে তারা। তবে টাইটেল স্বত্ব বেঁচে দেয়া থেকে যে টাকা অর্জিত হবে তার পুরোটা ব্যয় করা হবে করোনা ক্ষতিগ্রস্তদের জন্য।

[৪] ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে ভয়াবহতা দেখেছে স্পেন। দেশটিতে ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন। কাতালুনিয়া ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট জার্দি কর্দোনাও হয়েছেন করোনা আক্রান্ত। ফিরেছেন সুস্থ হয়ে। আর এসেই জানালেন, স্বত্ব বিক্রি করে পাওয়া অর্থ শুধু বার্সেলোনা নয়, বরং সমস্ত মানবতার উপকারে ব্যবহার করা হবে।

[৫] এর আগে ২০২৩-২৪ মৌসুমে ২৫ বছরের জন্য ৩০০ মিলিয়ন চুক্তিতে টাইটেল স্বত্ব বিক্রি করার পরিকল্পনা করেছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে সেটি চুড়ান্ত করার আগেই আসলো এমন ঘোষণা। এদিকে আগামী এক বছরের জন্য কী পরিমাণ অর্থ পাবে সেটি জানায়নি তারা।

সুত্র : রাইজিংবিডি ডট কম / ই-আ

  • সর্বশেষ
  • জনপ্রিয়