শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় করুনা: ভিক্ষুককে ভিক্ষা দিলেন আরেক ভিক্ষুক!

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাস প্রতিরোধে যখন সব কিছু বন্ধ তখন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের নতুনমাটি কলেজ রোড় মোড়ে দেখা গেল মঙ্গলবার সকাল ৯টার দিকে আব্দুস সোবাহান মোল্লা (৭২) নামের এক পঙ্গু ভিখারি ক্ষুধা নিবারণের জন্য পথচারিদের দিকে হাত বাড়িয়ে ভিক্ষা চাচ্ছে। এতে কেউ সাড়া না দিলেও নার্গিস বেগম (৬৫) নামের অপর এক নভাউ ভিক্ষুক এগিয়ে এসে তার হাতে ১০টাকা তুলে দিয়ে বললেন, কিছুক্ষণ আগে এ টাকাটি আমি ভিক্ষায় পেয়েছি। আমার একটি হাত প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে গেছে। ভিক্ষা করে জীবিকা চালাই। তুমি আমার চেয়েও অসহায়। তাই এ টাকাটি আমি তোমাকে দান করলাম।

[৩] উপজেলার শান্তিপুর গ্রামের এ নারী ভিক্ষুক বলেন, ‘দেশে কী এক মরণ ব্যধি আইল, আতংকে মানুষ ঘর থেকে বাইরে বের হয় না। ফলে আমরা যারা সারাদিন পথে পথে ভিক্ষা করে জীবিকা চালাই পথে মানুষজন না থাকায় তাদের আর আগের মত ভিক্ষা জোটে না। ফলে অভাবি মানুষের মতই ভিক্ষুকদেরও খুবই করুন অবস্থা শুরু হয়েছে’। এ সময় থানারঘাট এলাকার কুলি বাবু শেখের বাড়িতে আশ্রয় নিয়ে থাকা ওই পঙ্গু ভিক্ষুক আব্দুস সোবাহান মোল্লা বলেন, ‘মরণ ব্যধি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ ঘর থেকে বাইরে বের না হওয়ায় এখন তার দিন কাটছে অর্ধাহারে অনাহারে। সকাল থেকে ভিক্ষা না পেয়ে তিনি এতো বেলা পর্যন্ত না খেয়ে আছেন। এই ১০টাকা পেয়ে তার খুব উপকার হল। তিনি অন্তত এককাপ চা ও বিস্কুট খেয়ে দুপুর পর্যন্ত চলতে পারবেন’।

[৪]তিনি আরো জানান, তার কোন বাড়িঘর পরিবার পরিজন নাই। দয়া করে বাবু শেখ তার একটি ঘরে তাকে থাকতে দিয়েছেন। সারাদিন ভিক্ষা করে যা জোটে তা দিয়ে তিনি কোনমতে জীবন চালান। এখনও তিনি কোন সরকারি সাহায্য পাননি। তবে ব্যক্তিগত ভাবে একজন তাকে ১০ কেজি চাল, আলু, তেল দিয়েছিল। তা দিয়ে তার বেশ কয়েকদিন চলেছে। সেগুলি ফুরিয়ে যাওয়ায় তিনি বাধ্য হয়ে পেটের দায়ে আবারও পথে বের হয়েছেন। ভিক্ষা পেলে আহার জুটবে, না পেলে জুটবে না।

[৫]এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, করোনা প্রতিরোধে বাজার ঘাট বন্ধ থাকায় পাগল, ভবঘুরে ও ভিক্ষাকদের জন্য প্রতিদিন তিন বেলা দরগাপাড়া মাজার থেকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ভিক্ষুকদের তালিকা করে তালিকা অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ কাজ চলছে। তিনি আরো বলেন, প্রতিটি ভিক্ষুককেই খাদ্য সহায়তা দেওয়া হবে। উনি না পেয়ে থাকলে খোজ নিয়ে ব্যবস্থা করা হবে।

সূত্র- দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়