শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় পাকশী ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ন সম্পাদক মো. রায়হান (২২) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওই ইউনিয়নের নতুনরূপ এলাকার ফজলুল হকের ছেলে।

[৩] বুধবার (২১ এপ্রিল) রাত নয়টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহা সড়কের রূপপুর মোড়ের একটি সিএনজি গ্যাস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়হান ও তাঁর বন্ধু আসাদুজ্জামান রিমন সিএনজি গ্যাস স্টেশনের সামনে দাঁড়িয়ে রাতে গল্প করছিল। হঠাৎ করে একটি মটরসাইকেলে দুইজন অস্ত্রধারী হেলমেট পরিহিত অবস্থায় অতর্কিত রায়হানকে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাৎক্ষণিক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করে।

[৫] ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জানান, আহতের কোমরের নিচে গুলির চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে গুলিটি এখনো শরীরের ভেতরেই আছে।

[৬] ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় রায়হান নামের এক যুবক আহত হয়েছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

[৭] তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়