শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমলাদের দায়িত্ব দিলে জেলা প্রশাসক, অন্যান্য কর্মকর্তা জনপ্রতিনিধি, স্থানীয় সরকারের কাজ কী, বলতে পারেন?

মঞ্জুরে খোদা টোরিক : নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পিপলস পার্টির নেতা মার্ক রুট বিরোধী লেবার পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মার্টিন ভন রাইনকে মার্চ মাসে করোনা মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। কেন সরকারি দলের স্বাস্থ্যমন্ত্রী ব্রনো ব্রানসের স্থলে বিরোধীদলের এই নেতাকে মন্ত্রী করা হলো? কারণ ব্রুনো’ করোনা মোকাবেলায় কাজ করতে করতে প্রচ- চাপে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েন এবং একদিন সংসদে কথা বলতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর পদত্যাগ করেন। পরে প্রধানমন্ত্রী দীর্ঘদিনের স্বাস্থ্য বিষয়ের অভিজ্ঞতাসম্পন্ন বিরোধীদলের ভনকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। হঠাৎ কেন এ গল্প বলছি? কারণ আমাদের দেশের বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী তাকে কোনোভাবেই এই পদের যোগ্য মনে হয় না। তার কথাবার্তায় জনস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ে তার সাধারণ জ্ঞান আছে বলেও মনে হয় না। ইতোমধ্যে পত্রিকায় করোনা বাণিজ্য নিয়ে তার ছেলের বিরুদ্ধেও অভিযোগ এসেছে। তাহলে কেন এতো অদক্ষ, অযোগ্য ও অনৈতিক একজন ব্যক্তিকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও এ পদে রাখতে হবে? এর চেয়ে মহাবিপর্যয়কর কোনো সংকট কি সহসাই আমাদের জীবনে আসবে? অবশ্য পরিবর্তন করলেই যে এ অবস্থার তাৎক্ষণিক অনেক পরিবর্তন হবে বিষয়টা তা নয়, যদি না সরকার তার নীতি ও ব্যবস্থার পরিবর্তন করে। এর মধ্যে আবার দেখছি নতুন করে সরকার করোনা মোকাবেলায় ৬৪ জেলায় সচিব পর্যায়ের একজন করে আমলাকে দায়িত্ব দিয়েছেন। তাহলে জেলার- জেলা প্রশাসক, অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সরকারের কাজ কি, বলতে পারেন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়