শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসের সঙ্গে সঙ্গে বিশ্ব মুক্ত হোক ধর্মীয় গোঁড়ামি থেকেও

রাশেদা রওনক খান : ব্রাহ্মণবাড়িয়ার জানাজার ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যম আলোচনা করছিলো জর্জিয়ার ধর্মীয় গোঁড়ামি দেখে। আমাদের মতো তাদেরও গণমাধ্যমের প্রশ্ন ছিলো, দায়ী কারা? ধর্মের গোঁড়ামি বা বাড়াবাড়ি পৃথিবীর সর্বত্র। করোনার এই চরম মুহূর্তে রাষ্ট্রের প্রবল নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার মাঝেও স্টার পালন করছে বিশ্বের অর্থোডক্স খ্রিস্টানরা যদিও ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় করোনাভাইরাস সংক্রমণ রোধে চার্চগুলোতে জমায়েত হতে কঠোরভাবে নিষেধ করা হয়েছিলো। কিন্তু ধর্মের গোঁড়ামি বলে কথা। কী মুসলিম, কী খ্রিস্টান, কী হিন্দু। অন্য দেশগুলোর চার্চে যাওয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও জর্জিয়ার গোঁড়া খ্রিস্টানরা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে। দেশটির প্রবল নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেবল চার্চে স্টার পালন করা হয়েছে তাই নয়। এক চামচে সবাইকে খাওয়ার যে রীতি সেটি পর্যন্ত স্থগিত রাখেনি। অথচ এই মুহূর্তে সেখানে তিনজনের বেশি মানুষ একত্রিত দেখা গেলে রাষ্ট্র জরিমানা করছে ৮০০ পাউন্ড। ভাবা যায়। এই হলো ধর্মের গোঁড়ামি। জর্জিয়ার সাধারণ মানুষজন হতবাক হয়ে দেখছিলো এই গোঁড়া ধার্মিকদের কাজ, যেমন আমরা দেখছিলাম সেদিন ব্রাহ্মণবাড়িয়ার জানাজার ঘটনা।
দায়ী হয়তো তারাই যারা মানুষের এই অন্ধবিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করে এবং যারা এই ব্যবসা করতে অবাধে সুযোগ করে দেয়। কমেন্ট বক্সে দেওয়া একাত্তর টেলিভিশনের এই টকশোতে আলোচনায় বলা হচ্ছে, দায়ী জনগণ। দেখে মনে হলো প্রতিমন্ত্রী আর খেলাফত নেতা দুজনের এক মত। কিন্তু আমার প্রশ্ন, আমরা জনগণ কবে একটু দায়িত্বশীল হবো? কবে ধর্মীয় গোঁড়ামি হতে নিজেদের মুক্ত করে সঠিক ধর্ম শিক্ষায় শিক্ষিত হবো? দেশে ও বিদেশে ধর্মের এই গোঁড়ামি দেখে একটাই কথা বলার রইলো, করোনাভাইরাসের সঙ্গে সঙ্গে বিশ্ব মুক্ত হোক এই ধর্মীয় গোঁড়ামি হতে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়