শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন শিথিলের কারণে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে

আরিফ হোসেন: [২] মরণঘাতী অদৃশ্য করোনার জালে আটকে পড়েছে গোটা বিশ্ব। সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ২ হাজার মানুষ। এমন পরিস্থিতে যুক্তরাষ্ট্রের মানুষের আয় রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়ে বেকারও হয়েছেন অনেকে। নিউজ ২৪

[৩] আর তাই নাগরিকদের কাজের সুযোগ করে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

[৪] তবে ইউরোপের দেশগুলোতে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ফিরছে স্বস্তি। ইতালিতে গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। স্পেনে স্থিতিশীল আক্রান্ত ও মৃতের সংখ্যা।

[৫] যুক্তরাজ্যে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। সোমবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫০ জনের।

[৬] করোনা সংক্রমণের জন্য চীনকে দায়ী করেছে জার্মানি। বেইজিংয়ের কাছে ১৩ হাজার কোটি পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করেছে জার্মানির জনপ্রিয় জাতীয় পত্রিকা বিল্ড। একই কারণে এরই মধ্যে চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। দেশগুলোর দাবি, চীনের উহান থেকেই করোনার উৎপত্তি এবং বিষয়টিকে তারা ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। এ ছাড়াও করোনায় আক্রান্ত ও মৃত সংখ্যা অনেক কম করে দেখিয়েছে চীনের সরকার।

[৭] জার্মানির অভিযোগকে বেইজিং উড়িয়ে দিলেও উহানের একটি ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এমনটা বিশ্বাস নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। বিষয়টি যাচাইয়ে চীনে প্রতিনিধি পাঠাতেও চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

[৯] বিভিন্ন দেশে লকডাউন শিথিলের কারণে কোভিড ১৯ পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। আরো বলেন বিশ্ব জুড়ে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়