শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে ধান কাটলেই মিলছে সরকারি খাদ্য সহায়তা

স্বপন দেব, মৌলভীবাজার : [২] জেলার চারটি উপজেলা নিয়ে হাকালুকি হাওরের বিশাল অবস্থান। এ হাওরে বছরে একবারই ফসল (ধান) ফলানো যায়। তাই হাওর পাড়ের কৃষকদের একমাত্র ভরসা বোরো ফসল। এবার ফসলের মৌসুমে দেশজুড়ে চলছে করোনার ভয়াবহ সংক্রমণ তার সাথে যুক্ত হয়েছে লকডাউন।

[৩] জেলায় আবহাওয়ার বার্তা এসেছে আগাম বন্যার। তাই হাওরের বিশাল এলাকার পাকা বোরো ধান দ্রæত কেটে আনার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। গত সোমবার (২০ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিন জেলার হাকালুকি হাওরের বিভিন্ন এলাকা ঘুরে কৃষক ও শ্রমিকদের উৎসাহ দেন।

[৪] এসময় তিনি বড়লেখার হল্লা হাওরে ধান কাটায় নিয়োজিত ১০০ শ্রমিককের পরিবার প্রতি ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করেন। এছাড়া জেলা পরিষদ থেকে কৃষকদের জন্য প্রাপ্ত বরাদ্দ থেকে সবজি বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করেন। পরে হাওরে হাল্লা এলাকায় মনোহর আলী মাস্টারের ‘পাখি বাড়ি’ পরিদর্শন করেন আর ঝড়-বৃষ্টিতে যাতে পাখিগুলোর কোনো সমস্যা না হয় সেজন্য সবাইকে খেয়াল রাখার অনুরোধ করেন জেলা প্রশাসক।

[৫] বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, আগামী কয়েকদিন এলাকায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার আগেই যাতে কৃষকরা ধান কাটতে পারেন, সেজন্য জেলা প্রশাসক হাওর পরিদর্শন করে কৃষকদের দ্রæত ধান কাটার অনুরোধ জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়