শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে লকডাউন-বিরোধী বিক্ষোভের ফলে সংক্রমণের মাত্রা দ্বিগুণ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

লিহান লিমা: [২]পরিস্থিতি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রাজ্যের লকডাউন শিথিল করার চাপ দেয়ার পর থেকেই বিধি-নিষেধ অমান্য করে যুক্তরাষ্ট্রে বাড়ছে লকডাউন বিরোধী বিক্ষোভ।

[৩]স্থানীয় সময় সোমবার দেশটির ওহাইওতে ‘স্বাধীনতা’র ডাক দিয়ে আর্মড মিলিশিয়া গ্রুপ বিক্ষোভ প্রদর্শন করে। পেনসেলভেনিয়ায় ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’, ‘যিশুই আমার ভ্যাকসিন’ ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উত্তর ডাকোটায় বিক্ষোভে অংশ নেয়া অ্যালিক্স ওয়ার্নার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সংবিধানের ফাস্ট অ্যামেন্ডমেন্ট চর্চা করছি। আমি জাতিকে বলতে চাই, নির্বাহী আদেশ জনগণের অধিকারের লঙ্ঘন।’ ডেনভারে কয়েকশ মানুষ রাজপথে যানযট সৃষ্টি করে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। অন্যদিকে স্বাস্থ্য পরিসেবা কর্মীরা মাস্ক পরে পাল্টা বিক্ষোভ দেখিয়েছেন। টেক্সাস, উইসকনসিন, ওহায়ো, মিনেসোটা, ভার্জিনিয়া, মিশিগান, মেরিল্যান্ড রাজ্যেও শাটডাউন-বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

[৪]হার্ভাড স্কুলের রোগতত্ত্ব বিশারদ ও বিজ্ঞানী এরিক ফাইজেল টুইট করেন,‘ওয়াশিংটনের অলিম্পিয়ায় আড়াই হাজার লকডাউন বিরোধী বিক্ষোভ করেছেন। আমি আশঙ্কা করছি এতে আগামী ২-৪ সপ্তাহের মধ্যে আগের চাইতে করোনা সংক্রমণ আরো দ্রুত ছাড়াবে।’ করোনা ভাইরাস টাস্ক ফোর্স জানায়, যদি অঙ্গরাজ্যগুলো দ্রুত চালু করা হয় তবে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যাবে।

[৫]ডেমোক্রেট গর্ভনররা হোয়াইট হাউসের কাছে আমেরিকানদের ঘরে থাকতে বলার আহ্বান জানিয়েছেন। অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা সত্ত্বেও অনেক রাজ্যের গর্ভনর লকডাউন তুলতে রাজি হন নি। জর্জিয়া, টেনেসি, দক্ষিন ক্যারোলিনা ও অন্যান্য কিছু রিপাবলিকান রাজ্য লকডাউন শিথিল করে কিছু ব্যবসা চালু করার ঘোষণা দিয়েছে।

[৬] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোম স্টে ও কোয়ারেন্টাইন বিরোধী পোস্ট ও ইভেন্ট মুছে ফেলছে। ফেসবুকের ওপর বাক-স্বাধীনতা খর্ব করার অভিযোগ এনেছে রক্ষণশীলরা। ফেসবুক বলছে, স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা করেই সামাজিক দুরুত্ব ও কোয়ারেন্টাইন বিরোধী পোস্ট মুছে ফেলা হচ্ছে।

[৭] যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭ লাখ ৮৪ হাজার করোনা শনাক্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪২ হাজার ১৩৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়