শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ১৮ চিকিৎসকসহ স্বাস্থ্যসেবার ২৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত

মাহমুদুল আলম : [২]  ফলে ভেঙে পড়ছে জেলার স্বাস্থ্যসেবা। সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালেই চিকিৎসা পাচ্ছে না অন্য রোগীরা।

[৩] কিশোরগঞ্জ সদর, ইটনা, কটিয়াদী, তাড়াইল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হানা দিয়েছে করোনাভাইরাস। করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকের স্বামী করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই ব্যক্তি এ হাসপাতালে বেশ কয়েকবার গিয়েছিলেন। এছাড়া অনেক রোগী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য গোপন রেখে চিকিৎসা করানোর ফলে ডাক্তারদের মাঝে সংক্রমিত হয়েছে।

[৪] করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ হলেও জেলাসদরসহ অন্যান্য উপজেলাতেও সাধারণ রোগীদের চিকিৎসা একেবারে সঙ্কুচিত হয়ে পড়েছে। তাই জেলাজুড়ে জরুরি স্বাস্থ্যসেবাও ধীরে ধীরে সীমিত হয়ে পড়েছে। জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালেও যে কোনো রোগের চিকিৎসা পাচ্ছেন না সাধারণ মানুষ। চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন তারা।

[৫] জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুজিবুর রহমানের বরাত দিয়ে ডিবিসিনিউজে বলা হয়েছে, জেলার ভৈরবের এসিল্যান্ট ও সদর উপজেলার (আরএমও) করোনায় শিকার হয়েছেন। সব মিলিয়ে ১৮ই এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৭৬ জন করোনায় আক্রান্ত হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়