শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে আওয়ামী লীগ নেতার শশুর বাড়ি থেকে চুরি হওয়া গরু উদ্ধার

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : [২] উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় গ্রাম থেকে চুরি হওয়া গরু এক আওয়ামী লীগ নেতার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

[৩] সোমবার দিবাগত রাতে কমলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতার শ্বশুর বাড়ি বালীগাঁও গ্রাম থেকে গরুটি উদ্ধার করা হয়।

[৪] জানা যায়, গত ১২ এপ্রিল সোমবার দিবাগত রাতে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের ব্যবসায়ী রাসলের মিয়ার একটি গরু চুরি হয়। রাতের আধারে তার বাড়ির গোয়াল ঘর থেকে গরুটি নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি পরদিন ভোরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে মৌখিক ভাবে জানান রাসেল।

[৫] পরবর্তীতে তিনি বিভিন্ন জাগায় চুরি হওয়া তার গরুর সন্ধান করতে গিয়ে এক পর্যায়ে সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাসেল খবর পান চুরি হওয়া তার গরুটি কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম জেনার এর শশুর বাড়ি বালীগাঁও গ্রামের ফারুক মিয়ার বাড়িতে রয়েছে। এ খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নিয়ে রাসেল মিয়া রাতেি হাজির হন আওয়ামী লীগ নেতার শশুর ফারুক মিয়ার বাড়িতে। এ সময় একটি ঘরে গরুটি দেখে নিশ্চিত হয়ে স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়াকে খবর দেন।

[৬] ইউপি সদস্য আসার পর বিষয়টি কমলগঞ্জ থানাকে জানালে রাতেই গরুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

[৭] আলাপকালে স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি ধলাইপার গ্রামের রসালে মিয়ার বাড়ি থেকে গত ১২ এপ্রিল রাতে এ গরুটি চুরি হয়।

[৮] গরুটি কি ভাবে ফারুক মিয়ার বাড়িতে আসল জানতে চাইলে ফারুক মিয়া জানান তার বোন জামাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেনার তার কাছে গরুটি বাগী (বর্গা) দিয়েছেন। এ বিষয়ে কথা বলার চেষ্টা করে হলেও আওয়ামী লীগ নেতা জেনারের সাথে কথা বলা সম্ভব হয়নি। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়