শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শত শত বিঘা জমির বোরো ধানে চিঁটা, বাঘারপাড়ায় কৃষকের মাথায় হাত

আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি : [২] বাঘারপারায় বোরো ধান পাক্তে শুরু করেছে।প্রায় তিন মাস খরচের পর এখন ফসল ঘরে তোলার সময়। ঠিক এই সময়ে উপজেলার কিছু কিছু এলাকায় ধান ক্ষেতে অজ্ঞাত রোগের আক্রমন দেখা দিয়েছে। এ রোগের আক্রমনে ক্ষেতের ধানের শীষ আস্তে আস্তে সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে। ধান সম্পুর্ন চিটা হয়ে যাচ্ছে। এতে করে ফসল ঘরে তুলতে না পারার আশংকায় চাষীদের মাথায় হাত উঠেছে।

[৩] ইতোমধ্যে কিছু এলাকায় সামান্য পরিমান ধান কাটলেও সম্পুর্ন ভাবে ধান কাটা শুরু হতে আরো প্রায় দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। এবার বাঘারপাড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার হেক্টর আবাদ বেশী হয়েছে। জানা গেছে উপজেলার কিছু কিছু এলাকায় জমির ধান এই রোগে আক্রান্ত হয়েছে।

[৪] উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের শামছুর রহমান,তরিকু্‌ল তরফদার ,বারিক তরফদার,আনিচুর ,নুর ইসলাম, মনিরুল,গোলাম রহমান ও সোহেল বিশ্বাসসহ বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে,মাঠে বেশীর ধানে পাক ধরে গেছে,কিন্তু ধানের শীষ সব সাদা হয়ে সব চিঁটাহয়ে যাচ্ছে। শীষের গোড়ায় এ রোগ দেখা দিয়ে পরে সমস্ত শীষে ছড়িয়ে গেছে। ধানের এই রোগ টি হাইব্রীড- ৮১ জাতের ধানে দেখা দিয়েছে। অন্য কোনো ধানে দেখা যায় নাই। কৃষক নুর ইসলাম তরফদার বলেন,আমার দেড় বিঘা জমিতে ৮১ জাতের ধান চাষ করেছি। ধানের বাড়ন্ত গাছ দেখে মনে হয়েছিল এবার ধানের ব্যাপক ফলন হবে।কিন্তু কপালে নেই ,”কন্তে আসলো এই রোগ, এবার আর কাঁচি নিয়ে ক্ষ্যাতে যাতি হবে নানে”।

[৫] ক্ষেত্রপালা গ্রামের কৃষক সোহেল বলেন, আমি এক বিঘা জমিতে ৮১ জাতের ধান চাষ করেছি। পুরো জমির ধানের শীষ সাদা হয়ে শুকিয়ে চিঁটা হয়ে গেছে। আর একজন চাষী তরিকুল তরফদার জানান,তার এক বিঘা,বারিক তরফদারের দেড় বিঘা,আনিচুরের দেড় বিঘা,মনিরুল মোল্যার ২৫ শতক এবং গোলাম রহমানের ২৩ শতক জমির ধান সম্পুর্ন চিঁটা হয়ে গেছে। সোনাকুড়ের বিলের চাষী শামছুর রহমান জানান,তার দেড় একর জমির ধান নষ্ট হয়ে গেছে। চাষীরা জানান,কীটনাশক ব্যাবহার করেও কোন ফল পাওয়া যায়নি।

[৬] মঙ্গলবার সরেজমিনে বাতুয়াকুড়ের বিলে গিয়ে চাষী নুর ইসলামের জমিতে গিয়ে দেখা গেছে সমস্ত জমির ধানের শীষ একেবারে সাদা হয়ে শুঁকিয়ে চিঁটা হয়ে গেছে। দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিবেদকের সাথে কথা বলতে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ বিষয়ে জানতে উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়