শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হার্টে অস্ত্রোপচারের পর সংকটজনক অবস্থায় কিম জং উন, সন্দেহ মার্কিন গোয়েন্দাদের

লিহান লিমা: [২] মার্কিন গোয়েন্দা দপ্তরের সূত্রে বলা হয়েছে, নিজের দাদা দ্বিতীয় কিম সাং এর জন্মদিন রাষ্ট্রীয় উৎসব হিসেবে পালন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ১৫ এপ্রিল ওই অনুষ্ঠানের চার দিন আগে তাকে শেষবার জনসম্মুখে দেখা যায়। সিএনএন, আল জাজিরা

[৩]সিআইএ কোর্তে ব্রæস কিঙ্গার সিএনএনকে বলেন, ‘তিনি ওই অনুষ্ঠানে যোগ না দেয়ায় মার্কিন গোয়েন্দাদের সন্দেহ বাড়তে থাকে। সম্ভবত তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। আমাদের অপেক্ষা করতে হবে।’

[৪]এর আগে দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম জানায়, ১২ এপ্রিল হার্ট সার্জারি করেছেন কিম। অতিরিক্ত ধূমপান, স্থুলতা ও পরিশ্রমের কারণে হার্ট সার্জারি করতে হয়েছে তাকে। দেশটির হায়েনসাং কাউন্টির ভিলায় সার্জারির পর কিমের অবস্থা কিছুটা উন্নতি হলে চিকিৎসক দলের মধ্যে অনেকেই ১৯ এপ্রিল পিয়ংইয়ং ফিরে আসেন। খুম কমই তার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য রয়ে যান।

[৫]তবে এর আগেও কিমের স্বাস্থ্য নিয়ে নানা গুজব রটেছিলো। এছাড়া উত্তর কোরিয়ার অন্দরমহলের খবর পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন। দেশটির নেতাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো খবরই সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। বিদেশী গণমাধ্যমকে বেছে বেছে খবর দেয়া হয়।

[৬] এর আগে ২০০৮ সালে উত্তর কোরিয়ার ৬০তম জন্মদিনে একইভাবে কিমের বাবা কিম জং ইল অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছিলো তার শরীর খারাপ। পরে জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর তিনি ২০১১ সাল পর্যন্ত শয্যাশায়ী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়