শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনোভাইরাস: সারাবিশ্বে শনাক্ত প্রায় ২৫ লাখ, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭০ হাজার

ইয়াসিন আরাফাত [২] ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে ২৪ লাখ ৮১ হাজার ০৪০ জন। প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭০ হাজার ৪২৫ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৭৭৪ জন।

[৩] করোনায় সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। ক্ষমতাধর এই দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৪২ হাজার ৫১৪ জন। দেশটিতে বর্তমানে শনাক্ত ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ৭২ হাজার ৩৮৯ জন।

[৪] স্পেনে বর্তমানে শনাক্ত ২ লাখ ২১০জন। মারা গেছেন ২০ হাজার ৮৫২ জন। সুস্থ হয়েছেন ৮০ হাজার ৫৮৭ জন।

[৫] ইতালিতে বর্তমানে শনাক্ত ১ লাখ ৮১ হাজার ২২৮ জন। মারা গেছেন ২৪ হাজার ১১৪ জন। সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৮৭৭ জন।

[৬] ফ্রান্সে বর্তমানে শনাক্ত ১লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। মারা গেছেন ২০ হাজার ২৬৫ জন। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪০৯ জন।

[৭] জার্মানিতে বর্তমানে শনাক্ত ১ লাখ ৪৭ হাজার ৬৫ জন। মারা গেছেন ৪ হাজার ৮৬২ জন। সুস্থ হয়েছেন ৯১ হাজার ৫০০ জন।

[৮] যুক্তরাজ্যে বর্তমানে শনাক্ত ১ লাখ ২৪ হাজার ৭৪৩ জন। মারা গেছেন ১৬ হাজার ৫০৯ জন।

[৯] প্রায় ৪ মাস আগে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পরা এই ভাইরাসে  এক লাখ মানুষ আক্রান্ত হতে প্রায় দেড় মাস সময় নেয়। সেটি ১০ লাখে রুপান্তরিত হতে সময় লাগলো আরো দেড় মাসের মত। গত প্রায় এক সপ্তাহের ব্যবধানে বিশ্বব্যাপী ভাইরাস আক্রান্তের সংখ্যা কয়েক গুন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়