শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত অতিরিক্ত চাল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানাতে চায়

মৌরী সিদ্দিকা : [২] হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা মেটাতে দেশের অতিরিক্ত চাল থেকে ইথানল তৈরি করবে, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয় থেকে ২০ এপ্রিল সোমবার এমনটাই জানানো হয়েছে। বিশ্বের প্রায় সবদেশেই করোনার সংক্রমণ রুখতে চলছে লকডাউন।

[৩] ভারতে লকডাউনে বহু গরিব মানুষকে পেটে গামছা বেঁধে দিন কাটাতে হচ্ছে। হাতে টাকা নেই, সরকারি সাহায্য সবক্ষেত্রে মিলছে না। এমন পরিস্থিতিতে সরকারি এক সিদ্ধান্তে বিতর্ক চলছে।

[৪] লকডাউনের পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করছে, সরকারি খাদ্যশস্যে গোডাউন ভর্তি রয়েছে। অথচ পানি খেয়ে পেট ভরাতে হচ্ছে বহু মানুষকে। এমন পরিস্থিতিতে চাল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জৈব জ্বালানি সংক্রান্ত জাতীয় নীতি, ২০১৮-র উল্লেখ করে সরকার জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বাধীন এনবিসিসি-র এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত অতিরিক্ত চাল থেকে অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার তৈরি এবং ইথানলের সঙ্গে পেট্রোল মেশানোর পরিকল্পনায় সম্মতি মিলেছে।

[৫] লকডাউন শুরু হওয়ার পর কেন্দ্র সরকার দরিদ্রদের অতিরিক্ত খাদ্যের প্রতিশ্রুতি দেন। প্রতি মাসে ৫ কেজি গম বা চাল দেওয়ার কথা ঘোষণা করেন।রেশন কার্ড যাদের রয়েছে তারা চাল, ডাল পাচ্ছেন। অন্যদিকে বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আটকে রয়েছেন, তাদের সঙ্গে রেশন কার্ড না থাকায় রেশন পাচ্ছেন না। এর মধ্যে অতিরিক্ত চাল দিয়ে স্যানিটাইজার তৈরির সিদ্ধান্ত বিতর্ক ছড়িয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়