শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াকান্দিতে করোনা শনাক্তদের জন্য প্রশাসনের খাদ্য সহায়তা

অনিক সিকদার : [২] রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীর পরিবার ও প্রতিবেশীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

[৩] মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত কৃষ্ণ সিনহার পরিবার সহ তার প্রতিবেশী ১১ টি পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

[৪] খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির ও জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমূখ ।

[৫] উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম সবার উদ্দেশ্যে বলেন, পুরো জঙ্গল ইউনিয়ন আমরা অবরুদ্ধ ঘোষনা করেছি। যেহেতু এই এলাকায় করোনা রোগী সনাক্ত হয়েছে। সেহেতু আক্রান্ত রোগীর পরিবার সহ ১১ টি পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে। আপনারা কেউ বাড়ীর বাহিরে যাবেননা। আমরা আপনাদের খাদ্য সামগ্রী বাড়ীতে পৌঁছে দিবো। আজ আমরা আপনাদের বাড়ীতে ৭ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম। এর পরও আপনাদের কোন কিছু দরকার হলে স্থানীয় চেয়ারম্যান সহ আমাদের সাথে যোগা যোগ করবেন।

[৬] খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল, তৈল,আটা, লবন, সাবান, ডিম, আলু, মরিচ, মিষ্টি কুমড়া, কলা, ঢেড়স ও করোলা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়