শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে কঠোর অবস্থানে পুলিশ [২] বহিরাগতদের আটকাতে চেকপোস্ট

আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রতিনিধি : [২] করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নবীগঞ্জ উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বহিরাগত কেউ যাতে নবীগঞ্জে না ঢুুকতে পারে সে জন্য বিভিন্ন স্থানে পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে।

[৩] সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে নবীগঞ্জের নতুন বাজার, সালামতপুর রোড, হাসপাতাল রোড, নবীগঞ্জ কলেজ রোড, আউশকান্দি বাজার ও সৈয়দপুর বাজারে পুলিশ চেকপোস্ট বসানো হয়।

[৪] নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের নির্দেশে তল্লাশির জন্য পুলিশ চেক পোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত একজন এস.আই।

[৫] এ প্রতিবেদকের সঙ্গে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে নবীগঞ্জ উপজেলায় অনেক অচেনা অপরিচিত মানুষ দল বেঁধে ঢুকার খবর পাওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নবীগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট জোরদার করা হয়েছে ।

[৬] তিনি আরো বলেন, তারপরও যদি কেউ পুলিশের চোখ ফাঁকি দিয়ে নবীগঞ্জ শহরে ঢুকার চেষ্টা করে তাহলে তাকে খোঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
(ছবিসহ)

  • সর্বশেষ
  • জনপ্রিয়