শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধীরে ধীরে লকডাউন শিথিল করছে ইউরোপের দেশগুলো

লিহান লিমা: [২] সামাজিক দূরত্ব ও লকডাউনই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে এটি প্রমাণিত হলেও জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ায় লকডাউন তুলে নিচ্ছে ইউরোপের দেশগুলো।

[৩] করোনা মহামারী কিছুটা নিয়ন্ত্রণে আসছে বলে ঘোষণা দিয়ে জার্মানি খুচরো দোকানগুলো খুলে দিয়েছে।

[৪] ইউরোপে সবচেয়ে বেশি করোনা মহামারীতে ভুক্তভোগী ইতালিও বিধি-নিষেধ শিথিল করেছে।

[৫] স্পেন জাতীয় শাটডাউন ঘোষণা করলেও এটি বলছে শিশু প্রহরে শিশুরা বাহিরে হতে পারবে।

[৬] সুইজারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড দোকানপাট ও স্কুল পুনরায় খুলে দিয়েছে।

[৭] চেক রিপাবলিক কিছু মার্কেট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে।

[৮] নরওয়ে ও পোল্যান্ড কিন্ডারগার্ডেন খুলে দিয়েছে। চালু করা হয়েছে পার্ক ও সামাজিক বাগান।

[৯] নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেন লকডাউন শিথিল করার ঘোষণা দিয়ে দেশটির জনগণকে ধন্যবাদ দিয়েছেন। কোভিড-১৯ এর সংক্রমণ রুখতে সহায়তা করার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আগামী সোমবার থেকে লেভেল-৪ থেকে লেভেল-৩ লকডাউনে নেমে আসবে নিউজিল্যান্ড। অর্থাৎ কিছু ব্যবসা খুলে দেয়া হবে। খুলবে কিছু স্কুল, শিথিল করা হবে স্থানীয় যাতায়াত। আর্ডেন বলেন, আমরা যা করেছি খুব কম দেশই তা করতে পেরেছে।

[১০] এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ইরানও রাস্তাঘাট ও বড় শপিংমল গুলো খুলে দিয়েছে। প্রতিবেশি দেশ ভারত লকডাউন কিছুটা শিথিল করেছে।

[১১] এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৪ লাখ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১ লাখ ৬৫ হাজার। করোনার কারণে ঘরবন্দি হয়ে পড়েছেন প্রায় সাড়ে চারশ কোটি মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়