শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণ না পাওয়ায় ফেসবুকে প্রতিবাদে চেয়ারম্যান ও ইউপি সদস্য মিলে পিটিয়ে পুলিশের হাতে সর্পোদ

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি: [২] রাজশাহীতে প্রকৃত অসহায় লোকজন ত্রাণ না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ জানান বোরহানুল ইসলাম মিলন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য মিলে তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

[৩] এ ঘটনার প্রতিবাদ করতে থানায় গেলে পুলিশ মিলনের ভাই বাবু মুন্নাকেও আটক করে। শনিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দর্শনপাড়ার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

[৪] স্থানীয়দের অভিযোগ, পবা উপজেলার দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান কামরুল রাজ তার পছন্দের লোকজনদের একাধিকবার খাদ্য সামগ্রী দিয়েছেন। কিন্তু প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষগুলোকে তিনি সরকারি ত্রাণ দেননি। ত্রাণ না পাওয়ার প্রতিবাদ জানিয়ে মিলন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরই জের ধরে চেয়ারম্যান কামরুল হাসান তার লোকজনকে দিয়ে মিলনকে ইউনিয়ন পরিষদে ডেকে নেন। এরপর চেয়ারম্যান এবং ইউপি সদস্য হাসান মিলে মিলনকে মারধর করেন। এতে মিলনের হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। পরে চেয়ারম্যান নিজে মিলনকে ধরে কর্ণহার থানায় নিয়ে যান। সেখানে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করেন।

[৫] এরপর গ্রেপ্তারের প্রতিবাদ করতে থানায় গেলে মিলনের ভাই বাবু মুন্নাকেও আটক করে পুলিশ। জানা যায়, মিলনকে নির্যাতনের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেন। প্রতিবাদে ওই এলাকার শতাধিক লোক থানা ঘেরাও করে মিলনকে মারধর ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান। এসময় তারা চেয়ারম্যানের শাস্তিও দাবি করেন।

[৬] কর্ণহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, ত্রাণ নিয়ে মিথ্যা প্রচার করার অপরাধে মিলনকে এবং এ ধরনের ভিডিও ধারণ করে অপপ্রচার চালানোর সহযোগিতা করায় মিলনের ভাই বাবু মুন্নাকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়