শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপ্রয়োজনে বাহিরে বের হওয়ায় শাস্তি হিসিবে করোনা নিয়ে দুই মিনিটের বক্তব্য

খোকন আহমেদ, বরিশাল প্রতিনিধি: [২]সোমবার (২০ এপ্রিল) দুপুরে বরিশালের বাবুগঞ্জ সদরের বাজারে ঘটনাটি ঘটেছে।

[৩] বিনা প্রয়োজনে বাহিরে বের হওয়ার কারণে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রেহাই পান তিনি।

[৪] জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে ঘর থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত রাখা, নিজেদের অর্থায়নে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা, জনসমাগমরোধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলাজুড়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

[৫] তবে রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মানবিকতা বজায় রেখে সহনশীল আচরণের মধ্যদিয়ে কাজ করছেন জেলার প্রতিটি থানার সদস্যরা। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালিয়ে আসছেন তারা।

[৬] জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, ঘর থেকে সাধারণ মানুষকে বিনাপ্রয়োজনে বের হওয়ারোধে প্রচারণার পাশাপাশি নানাভাবে আমরা কাজ করছি।

[৭] যেমন বাবুগঞ্জ বাজারে একজন মোটরসাইকেল আরোহীকে বাইরে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তখন তাকে শাস্তি স্বরূপ উপস্থিত সবার উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিতে বলা হয়।

[৮] তিনি খুব সুন্দরভাবে করোনা ভাইরাসের উৎপত্তি, বিস্তার ও প্রতিরোধের উপায় বণর্না করেন এবং পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সম্পাদনা: ইস্রাফি হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়