শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

রাকিবুল ইসলাম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : [২] লক্ষ্মীপুরে রায়পুরে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে তিনজনের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

[৩] সোমবার (২০ এপ্রিল) দুপুরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয়। উপজেলা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] উপজেলা কোস্টগার্ড সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকারে যায়। সোমবার ভোরে নিয়মিত অভিযানে বের হয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ১১ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ৯ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে তিনজনের ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৫] দুইজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১৫০ কেজি জাটকা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এসময় জব্দ হওয়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। একটি নৌকা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৬] রায়পুর উপজেলা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, জাটকা সংরক্ষণে নদীতে মাছ শিকার রোধ নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার শেষ মুহুর্ত পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়